বুধবার, ১০ মার্চ, ২০২১

মাধ্যমিক রেচন অধ্যায় থেকে প্রশ্ন ও উত্তর

১) অ্যামিবার রেচন-কৌশল:



অ্যামিবার কোনো সুনির্দিষ্ট রেচন-অঙ্গ নেই।
এদের রেচন পদার্থ ও প্রয়োজনাতিরিক্ত জল ব্যাপন প্রক্রিয়ায় কোশঝিল্লির মাধ্যমে
দেহের বাইরে পরিত্যক্ত হয়।

২) হাইড্রার রেচন কৌশল:



হাইড্রার দেহে নির্দষ্ট কোন রেচন-অঙ্গ নেই। এরা
কোশঝিল্লির মাধ্যমে ব্যাপন প্রক্রিয়ায় রেচন পদার্থ দেহের বাইরে পরিত্যাগ করে।

৩) নেফ্রিডিয়া কি?



উ:- নেফ্রিডিয়া হল কেঁচো,জোঁক প্রভৃতি প্রাণীর রেচন-অঙ্গ। কেঁচোর
প্রতিটি দেহ খন্ডকে একজোড়া করে নেফ্রিডিয়া থাকে।

৪) ম্যালপিজিয়ান নালিকা কি?



উ:- ম্যালপিজিয়ান নালিকা পতঙ্গের রেচন-অঙ্গ।
আরশোলা প্রভৃতি পতঙ্গের মধ্য ও পশ্চাৎ পৌষ্টিক নালির সংযোগস্থলে এর অবস্থান।

৫) ফ্লেমকোশ কি?



উ:- ফ্লেমকোশ চ্যাপ্টা কৃমির রেচন-অঙ্গ, যা এদের দেহের দু-পাশে
অবস্থান করে।

৬) সবুজগ্রন্থি কি?



উ:- সবুজগ্রন্থি বা গ্রিন গ্ল্যান্ড চিংড়ির
রেচন-অঙ্গ। চিংড়ির দুটি শুঁড়ের গোড়ায় একটি করে মোট দুটি সবুজ গ্রন্থি থাকে।

৭) সিস্টোলিথ কি?



উ:- সিস্টোলিথ একপ্রকার ক্যালশিয়াম
কার্বনেট-জাতীয় রেচন পদার্থ
, যা
কেলাসরূপে অবস্থান করে। বট
,রবার
প্রভৃতি গাছের পাতার যৌগিক ত্বকে সিস্টোলিথ অবস্থান করে।

৮) র‌্যাফাইড কি?



উ:- র‌্যাফাইড একপ্রকার ক্যালশিয়াম
অক্সালেট-জাতীয় রেচন পদার্থ। কচু
,ওল
প্রভৃতি গাছের কাণ্ডে গুচ্ছাকারে র‌্যাফাইড অবস্থান করে।

৯) হেনলির লুপ কোথায় অবস্থান করে?



উ:- হেনলির লুপ মেরুদণ্ডী প্রাণীর বৃক্কের
মেডালা অঞ্চলে অবস্থিত। এটি নেফ্রনের বৃক্কীয় নালিকার
'U' আকৃতিবিশিষ্ট অংশ। বৃক্কের
পরিস্রুত তরলের প্রয়োজনীয় অংশের পুনঃশোষণ ঘটে এই অংশে।

বৃক্ক:-



প্রতিটি বৃক্ক অংখ্য বা প্রায় ১০ লক্ষ
কুণ্ডলীকৃত নারিকা দিয়ে গঠিত। এদের নফ্রন বলে। মানব-বৃক্কের গঠন শিমবীজের মতো। এর
গড় ওজন ১৫০গ্রাম। বৃক্ক এক ধরনের  যোগকলার
আবরণ দ্বারা আবৃত থাকে
, ক্যাপসুল
বলে।

বৃক্কের কাজগুলি হল-



১) মূত্র উৎপাদন ও নিঃসরণ করা



২) রক্তে জল ও খনিজ লবণের  ভারসাম্য রক্ষা করা।



৩) দেহ ও রক্তে জলের সমতা বজায় রাখতে বৃক্ক
সাহায্য করে।



৪) বৃক্ক দেহে স্বাভাবিক রক্তচাপ বজায় রাখে।



৫) বৃক্ক রক্তে দ্রবীভূত লবণের পরিমাণের সমতা
বজায় রাখে।

নেফ্রনের কয়টি অংশ কি কি?



উ:- ক) ম্যালপিজিয়ান কর্পাসল বা ম্যালপিজিয়ান কণিকা

খ) বৃক্কীয় নালিকা

গ) সংগ্রাহী
নালিকা

ম্যালপিজিয়ান কর্পাসলের অবস্থান কোথায়?

উ:- ম্যালপিজিয়ান কর্পাসল মেরুদণ্ডী প্রাণীর
বৃক্কের কর্টেক্স অঞ্চলে অবস্থিত। এটি নেফ্রনের মুক্তপ্রান্তে অবস্থিত ফানেলসদৃশ
অংশ। গ্লোমেরুলাস অংশ দূষিত রেচন পদার্থযুক্ত রক্তকে পরিস্রুত করে এবং বাওম্যান্‌স্‌
ক্যাপসুল অংশ পরিস্রুত তরল সংগ্রহ করে বৃক্কীয় নালিতে প্রেরণ করে।

মানুষের রেচনতন্ত্রের অংশ কি কি?

মানুষের রেচনতন্ত্রের বিভিন্ন অংশ হল-

১) বৃক্ক-একজোড়া

২) গবিনী-একজোড়া

৩) মূত্রাশয়-একটি

৪) মূত্রনালি-একটি









0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন