সোমবার, ৮ নভেম্বর, ২০২১

সালোকসংশ্লেষ সম্পর্কে কিছু অজানা তথ্য

সালোকসংশ্লেষ সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানীদের অবদান

সবুজ উদ্ভিদরা সৌরশক্তিকে সালোকসংশ্লেষের
মাধ্যমে রাসায়নিক শক্তিরূপে প্রথমে গ্লুকোজ এবং পরে অন্যান্য কার্বোহাইড্রেট
, প্রোটিন, ফ্যাট, ভিটামিন
প্রভৃতি জৈব যৌগে আবদ্ধ করে। তাই বলতে হয় সৌরশক্তি সকল শক্তির মূল উৎস।

জীবন-বিজ্ঞানের সালোকসংশ্লেষ অধ্যায় থেকে ১০০টি প্রশ্ন উত্তর



১৮৯৮ খ্রিস্টাব্দে বিজ্ঞানী বার্নেস (Bernes) সালোকসংশ্লেষ
বা ফটোসিন্থেসিস শব্দটি প্রচলন করেন
, যা গ্রিক
শব্দ ফোটোস
(Photos) অর্থাৎ আলো এবং সিন্থেসিস (Synthesis) অর্থাৎ
সংশ্লেষ-এর সমন্বয়ে সৃষ্টি। আলোর উপস্থিতিতে কোনো কিছুর সংশ্লেষকে সালোকসংশ্লেষ
বলে।



অনাবাসী রুশ পিতামাতার সন্তান মেলভিন কেলভিন
১৯১১ খ্রিষ্টাব্দৈ আমেরিকার মিনেসোটায় জন্মগ্রহণ করেন। ১৯৫৬ খ্রিষ্টাব্দে তিনি
ক্লোরেল্লা উদ্ভিদে
'কেলভিন চক্র' পর্যবেক্ষণ করেন। তিনি প্রমাণ করেন সালোকসংশ্লেষে উৎপন্ন প্রথম জৈবযৌগটি হল
ফসফোগ্লিসারিক অ্যাসিড 
(PGA) ১৯৬১ খ্রিস্টাব্দে বিজ্ঞানী
কেলভিন জীববিদ্যায় নোবেল পুরস্কার লাভ করেন। ১৯৯৭ খ্রিস্টাব্দে এই মহান বিজ্ঞানীর
মৃত্যু হয়।



সালোকসংশ্লেষ সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানীদের
অবদান :-
(Contribution of Scientists in Photosynthesis) :-



১) জে. বি. ভ্যান হেলমন্ট (J. B. Van Helmont-1648): প্রমাণ করেন উদ্ভিদ মাটি থেকে সার এবং জল শোষণ করে খাদ্য প্রস্তুত করে।



২) স্টিফেন হেলস (Stephen Hales-1727): উদ্ভিদের পুষ্টিসাধনে পাতার গুরুত্বপূর্ণ ভূমিকা আছে।



৩) যোসেফ প্রিস্টলে (Joseph Priestly-1772): সালোকসংশ্লেষের সময় উদ্ভিদ অক্সিজেন গ্যাস পরিত্যাগ করে।



৪) জ্যাঁ নেবিয়ে (Jean Senebier-1796): সালোকসংশ্লেষের সময় উদ্ভিদ কার্বন ডাই-অক্সাইড গ্যাস শোষণ করে।



৫) পেলেসিয়ার (Pelletier-1818): উদ্ভিদ মধ্যস্থ সবুজ বর্ণের রঞ্জক পদার্থকে প্রথম ক্লোরোফিল নামে অভিহিত
করেন



৬) রবার্ট ভন মেয়ার (Robert Von Mayer-1844): সালোকসংশ্লেষের সময় সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়।



৭) ব্ল্যাকম্যান (Blackmann-1905): সালোকসংশ্লেষ প্রক্রিয়াটি আলোক বিক্রিয়া ও অন্ধকার বিক্রিয়া-দুটি পর্যায়ে
সম্পন্ন হয়।



৮) স্যামুয়েল রুবেন (Samuel Ruben-1941): অক্সিজেন আইসোটোপ (O18) ব্যবহার করে
প্রমাণ করেন সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন অক্সিজেন জল থেকে উৎপন্ন হয়।



৯) বেনসন ও কেলভিন (Benson & Calvin-1956): ক্লোরেল্লা নামক উদ্ভিদে 'কেলভিন চক্র' পর্যবেক্ষণ করেন।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন