বুধবার, ২৩ মার্চ, ২০২২

ভাবসম্প্রসারণ-যারে তুমি নীচে ফেল

ভাবসম্প্রসারণ:-



যারে
তুমি নীচে ফেল সে তোমারে বাঁধিবে যে নীচে
,



পশ্চাতে
রেখেছ যারে সে তোমারে পশ্চাতে টানিছে।



সমাজে
ধনী
, প্রতিপত্তিশালী, শিক্ষিত, উচ্চবর্ণের
মানুষ যেমন আছে
, তেমনি
আছে দরিদ্র
, মূর্খ, অসহায়, নিম্নবর্ণের
মানুষ। এদের সবাইকে নিয়েই সমাজ। সবার উন্নতিতেই সমাজের উন্নতি। আবার সমাজের
উন্নতিতে দেশের উন্নতি। দরিদ্র
, অসহায়, নিম্ন শ্রেণীর মানুষদের যদি অবহেলায়, ঘৃণায় দূরে সরিয়ে রাখা হয়, তাহলে সমাজের তথা দেশের উন্নতি সম্ভব নয়।
সমাজে এরাই আবার সংখ্যাগরিষ্ঠ। সামান্য কিছু ধনী ও প্রতিপত্তিশালীর উন্নতিতে
সমাজের উন্নতি বা অগ্রগতি সম্ভব নয়। কারণ অবহেলিত
, বঞ্চিত, অশিক্ষিত, দরিদ্র
মানুষেরাই সমাজের অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়ায়। এরাই সমাজের তথা দেশের কলঙ্ক
লজ্জা বাড়িয়ে দেয়। তাই অবহেলায়
, ঘৃণায়
ঐসব মানুষকে দূরে সরিয়ে না রেখে তাদেরও এগিয়ে চলার পথে সাথী করে নিতে হবে। তাদের
অশিক্ষা
, দারিদ্র, কুসংস্কার দূর করতে হব। তাদের অধিকার ও
কর্তব্য সম্পর্কে সচেতন করে তুলতে হব। তবেই সম্ভব হবে সমাজের উন্নতি। মুষ্টিমেয়
মানুষের শিক্ষাভিমান এবং অর্থের অহঙ্কার সমাজের তথা দেশের অগ্রগতির পথ রুদ্ধ করে।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন