একটি শিক্ষা-ভয়ঙ্করের মুখোমুখি দাঁড়াও
পর্ব-৬
বারাণসীধামে এসেছেন স্বামীজী। একদিন দুর্গামন্দির থেকে ফিরছেন, এমন সময় একপাল বানর স্বামীজীর পিছু নিল। স্বামীজী দৌড়তে লাগলেন, বানরগুলোও পেছনে ছুটল। এমন সময় একজন বৃদ্ধ সন্ন্যাসী স্বামীজীকে বললেনঃ 'থামো, জানোয়ারগুলোর মুখোমুখি রুখে দাঁড়াও। ' স্বামীজী সাহসভরে ফিরে দাঁড়ালেন-বানররা প্রথমে থমকে দাঁড়াল, তারপর ছুটে পালল। এই ঘটনা থেকে স্বামীজী জীবনের একটা মহৎ শিক্ষা পেলেন-বিঘ্ন কিংবা বিপদ দেখে কখনও পালিয়ে যেতে নেই, নির্ভয়ে তার মুখোমুখি দাঁড়াতে হয়। পরবর্তী জীবনে নিউইয়র্কে একটি বক্তৃতায় সময় স্বামীজী এই ঘটনার উল্লেখ করে বলেছিলেন: 'এই হল সারা জীবনের জন্য একটি শিক্ষা-ভয়ঙ্করের মুখোমুখি দাঁড়াও, সাহসের সঙ্গে তার সম্মুখীন হও। জীবনের দুঃখ-কষ্ট দেখে আমরা যখন আর পালিয়ে যাই না, ঐ বানরগুলির মতোই তখন তারা আমাদের কাছ থেকে পিছু হটে যায়। যদি আমাদের মুক্তি পেতে হয়, তবে প্রকৃতিকে জয় করে তা পেতে হবে-প্রকৃতি থেকে পালিয়ে গিয়ে নয়। কাপুরুষ কখনও জয়ী হয় না। যদি আমরা চাই যে ভয়, বাধাবিপত্তি এবং অজ্ঞতা আমাদের সামনে থেকে দূর হয়ে যাবে, তবে আমাদের সেগুলির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন