স্বামীজি দেখালেন চোরও একজন মহান সাধু হতে পারে
পাওহারীবাবাকে স্বামীজি খুব শ্রদ্ধা করতেন।
স্বামীজি শুনেছিলেন পাওহারি বাবার কুটিরে একবার এক চোর ঢুকেছিল। তাঁর জিনিসপত্র
চুরি করে পালাবার মুহূর্তে পাওহারীবাবার ঘুম ভেঙে যায়। চোর ভয় পেয়ে জিনিসপত্র
ফেলেই পালাতে থাকে। পাওহারীবাবা সেই জিনিসগুলি নিয়ে চোরের পেছনে পেছনে ছুটতে
থাকেন এবং বহু দূর গিয়ে চোরকে ধরে তার হাতে ওই জিনিস গুলি তুলে দিয়ে ফিরে আসেন।
স্বামী যখন হিমালয় যান, তখন এক
সৌমদর্শন সন্ন্যাসীকে দেখে আকৃষ্ট হন। কিন্তু স্বামীজি অবাক হয়ে গেলেন যখন তাঁর
মুখের শুনলেন তিনিই সেই ব্যক্তি যিনি কিনা পাওহারি বাবার কুঠিরে চুরি করতে
গিয়েছিলেন। সাধুটি বললেন "পাওহারীবাবা যখন আমায় নারায়ন জ্ঞানে অকুণ্ঠিত
চিত্তে সর্বস্ব অর্পণ করলেন, তখন আমি
আমার নিজের ভুল ও হীনতা বুঝতে পারলাম এবং সেই থেকে ঐহিক অর্থ ত্যাগ করে পারমার্থিক
অর্থের সন্ধান ঘুরতে লাগলাম।" এই দৃষ্টান্ত স্বামীজীর মনে গভীর রেখাপাত
করেছিল। এই সাধুর কথা মনে রেখেই পরবর্তীকালে তিনি বলতেন: পাপীদের মধ্যেও সাধুত্বের
বীজ লুকিয়ে থাকে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন