
স্বামীজীর জ্ঞানই কাউবয়রা স্বামীজীর উপরই পরিক্ষা করে দেখল
আমেরিকার পশ্চিম প্রান্তে একটা নগরীতে স্বামীজি
একবার বক্তৃতায় বলেছিলেন: যিনি সর্বোত্তম সত্যে পৌঁছেছেন, বাইরের কোনো কিছুই তাকে বিচলিত করতে পারে না।
কথাগুলি শুনল কয়েকটি কাউবয়। তারা ঠিক করল স্বামীজীর উপরেই স্বামীজীর এই কথার
পরীক্ষা চালাতে হবে। স্বামীজী তাদের গ্রামে বক্তৃতা করতে গেলে তারা একটি টব উল্টে
তার উপরে দাঁড়িয়ে তাঁকে বক্তিতা করতে বললেন। স্বামীজী একটুও দ্বিধা না করে তাই
করলেন এবং মুহূর্তের মধ্যে বক্তৃতার মধ্যে ডুবে গেলেন। এমন সময় তাঁর কানের দুপাশ
দিয়ে শোঁ শোঁ শব্দে গুলি ছুটতে লাগল। স্বামীজী কিন্তু একটুও বিচলিত না হয়ে
বক্তৃতা চালিয়ে গেলেন। বক্তৃতা শেষ হলে সেই ছেলেগুলি তাকে ঘিরে দাঁড়াল, করমর্দন করে বলল: হ্যাঁ, তুমি সত্যিই খাঁটি লোক।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন