বিষয়:-
রাষ্ট্রবিজ্ঞান
অধ্যায়:- রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা ও
আলোচ্য বিষয়সূচি
৫০টি
প্রশ্ন ও উত্তর
১) কাকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়?
উ:- গ্রিক
দার্শনিক অ্যারিস্টট্ল
২) কে বলেছেন ‘মানুষ সামাজিক জীব'?
উ:- গ্রিক
দার্শনিক অ্যারিস্টট্ল
৩) রাষ্ট্রবিজ্ঞান কি স্থিতিশীল বিজ্ঞান?
উ:- না, রাষ্ট্রবিজ্ঞান হল একটি গতিশীল সামাজিক
বিজ্ঞান।
৪) 'রাষ্ট্রবিজ্ঞান
শ্রেণিসম্পর্কের বিজ্ঞান'-কে
একথা বলেছেন?
উ:- লেনিন
৫) রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা কি মূল্যমান
নিরপেক্ষ?
উ:- না, রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা
মূল্যমান-নিরপেক্ষ নয়।
৬) রাষ্ট্রবিজ্ঞানকে একটি 'প্রগতিশীল বিজ্ঞান' কে বলেছেন?
উ:- লর্ড
ব্রাইস
৭) Politics
গ্রন্থটির লেখক কে?
উ:- গ্রিক দার্শনিক অ্যারিস্টট্ল
৮) The
Republic গ্রন্থটি কার লেখা?
উ:-
প্লেটো
৯) বহুত্ববাদী তত্ত্বের একজন প্রবক্তার নাম
লেখো।
উ:-
ল্যাস্কি
১০) কত সালে প্যারিসে 'আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন' অনুষ্ঠিত হয়েছিল?
উ:- ১৯৪৮
সালে
১১) কে রাজনীতিকে 'অর্থনীতির ঘনীভূত প্রকাশ' বলেছেন?
উ:- লেনিন
১২) Modern
Politics and Government গ্রন্থটি কার লেখা?
উ:-
অ্যালান বল
১৩) রাজনীতি হল 'মূল্যের কর্তৃত্বমূলক বন্টন'-কে বলেছেন?
উ:- ডেভিড
ইস্টন
১৪) The
Political Man কার লেখা?
উ:-
লিপসেট
১৫) 'রাষ্ট্রবিজ্ঞান
সূচনা ও সমাপ্তি রাষ্ট্রকে নিয়েই'-কার
উক্তি?
উ:-
গার্নার
১৬) রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলতে নারাজ এমন
একজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম লেখো।
উ:-
রাষ্ট্রবিজ্ঞানী কোঁৎ
১৭) কে রাষ্ট্রবিজ্ঞানকে 'শ্রেষ্ঠ বিজ্ঞান' বলেছেন?
উ:- গ্রিক
দার্শনিক অ্যারিস্টট্ল
১৮) 'পলিটিক্স' (Politics) শব্দটি কোন্ শব্দ থেকে এসেছে?
উ:- গ্রিক
শব্দ 'পোলিস' (Polis) থেকে এসেছে।
১৯) কোথায় রাষ্ট্রবিজ্ঞান শব্দটি সর্বপ্রথম
আধুনিক অর্থে ব্যবহৃত হয়?
উ:- ১৮৯০
সালে 'আমেরিকান বিশ্ববিদ্যালয়ের গ্রন্থতালিকা'তে
২০) Politics:
Who Gets What, When, How গ্রন্থের
লেখক কে?
উ:-
হ্যারল্ড ল্যাসওয়েল
২১) ডেভিড ট্রুম্যানের লেখা গ্রন্থের নাম কি?
উ:- The Governmental Process
২২) কে প্রথম রাষ্ট্রবিজ্ঞান শব্দটি প্রয়োগ
করেন?
উ:- ১৭০১
সালে বিশপকে লেখা এক চিঠিতে লিবনিজ প্রয়োগ করেন।
২৩) একজন ঐতিহ্যবাহী উদারনীতিবাদী চিন্তাবিদের
নাম লেখো।
উ:- জন
স্টুয়ার্ট মিল
২৪) রাষ্ট্রবিজ্ঞান পাঠের দুটি পরস্পরবিরোধী
দৃষ্টিভঙ্গি কি কি?
উ:-
উদারনীতিবাদী দৃষ্টিভঙ্গি এবং মার্কসীয় দৃষ্টিভঙ্গি
২৫) রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে সম্পর্কিত যে-কোনো
দুটি সমাজবিজ্ঞানের নাম লেখো।
উ:-
ইতিহাস ও সমাজতত্ত্ব
২৬) 'রাষ্ট্রবিজ্ঞান
হল সমাজবিজ্ঞানের সেই অংশ, যা
রাষ্ট্রের ভিত্তি ও সরকারের নীতিসমূহ নিয়ে আলোচনা করে'-কার উক্তি?
উ:- পল
জেনেট
২৭) শ্রেণিহীন ও রাষ্ট্রহীন সমাজব্যবস্থাকে
মার্কস কী নামে অভিহিত করেন?
উ:-
সাম্যবাদী সমাজব্যবস্থা
২৮) মিলার রাষ্ট্রবিজ্ঞানকে কি বলে অভিহিত
করেছেন?
উ:- মূলত 'বিরোধজনিত পরিস্থিতির মীমাংসা' বলে অভিহিত করেছেন।
২৯) 'যাঁরা
রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলতে চান না, তাঁরা
বিজ্ঞান কাকে বলে, তা
জানেন না'।-উক্তিটি
কার?
উ:-
ফ্রেডারিক পোলক-এর
৩০) 'মানুষের
রাজনৈতিক জীবন বিশ্লেষণ করাই হল রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয়'-কে বলেছেন?
উ:-
ল্যাস্কি
৩১) 'যখন
আমি কোনো পরীক্ষার প্রশ্নপত্রের শিরোনামে রাষ্ট্রবিজ্ঞান কথাটি লেখা থাকতে দেখি, তখন আমি ওইরূপ শিরোনামের জন্য
বিশেষ দুঃখবোধ করি, প্রশ্নগুলির
জন্য নয়'।-কার
উক্তি?
উ:-
মেটল্যান্ড-এর
৩২) 'বর্তমান
অবস্থায় রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলে অভিহিত করা তো যায়ই না, এমনকি কলা বিষয়ের মধ্যেও
অত্যন্ত অনুন্নত'-বক্তব্যটি
কার?
উ:-
রাষ্ট্রবিজ্ঞানী বাক্ল-এর
৩৩) 'যে
মানুষ সমাজে বাস করে না, সে
হয় দেবতা, না
হয় পশু'-কে
বলেছেন?
উ:- গ্রিক
দার্শনিক অ্যারিস্টট্ল
৩৪) 'সৌন্দর্যতত্ত্বের
বিজ্ঞান বলে যেমন কোনো বিজ্ঞান নেই, তেমনই
রাষ্ট্রতত্ত্বের বিজ্ঞান বলেও কিছু নেই'।-কার
উক্তি?
উ:-
রাষ্ট্রবিজ্ঞানী বার্ক-এর
৩৫) Marxism
and Politics গ্রন্থের প্রণেতা কে?
উ: রালফ
মিলিব্যান্ড (Ralph Miliband)
৩৬) The
Idea of Politics গ্রন্থের প্রণেতা কে?
উ:- মরিস
দ্যুভারজার
৩৭) 'মূল্যবোধ
ছাড়া সামাজিক ঘটনার আলোচনা অসম্ভব'-কার
উক্তি?
উ:- লিও
স্ট্রস-এর
৩৮) The
Nature of Politics গ্রন্থের লেখক কে?
উ:- জে.
ডি. বি. মিলার
৩৯) 'রাজনৈতিক
কাজকর্ম ক্ষমতার পরিপ্রেক্ষিতেই নিষ্পন্ন হয়'-কার
উক্তি?
উ:-
হ্যারল্ড ল্যাসওয়েল-এর
৪০) 'রাজনীতি
হল যোথ কার্যকলাপের প্রকাশ'।-এটি
কার মন্তব্য?
উ:- এ.
অ্যান্ডারসন-এর
৪১) Law
of the Constitution গ্রন্থটির রচয়িতা কে?
উ:- এ.
ভি. ডাইসি
৪২) সামাজিক রাজনীতির সপক্ষে তাত্ত্বিক আন্দোলন
শুরু করেন-উক্তিটি কার?
উ:-
বেনফিল্ড-এর
৪৩) সমাজে যে-কোনো বিরোধ ও তার নিষ্পত্তিই হল
রাজনীতি- এই অভিহিত কার?
উ:-
অ্যালান বল-এর
৪৪) রাজনীতির তত্ত্বগত আলোচনা সর্বপ্রথম শুরু
করেন কে?
উ:- গ্রিক
দার্শনিক অ্যারিস্টট্ল
৪৫) Human
Nature in Politics গ্রন্থটির রচয়িতা কে?
উ:-
গ্রাহাম ওয়ালস্
৪৬) The
process of Government গ্রন্থটির লেখক কে?
উ:-
আর্থার বেন্টলি
৪৭) রাষ্ট্রবিজ্ঞানকে একটি 'প্রগতিশীল বিজ্ঞান' (Progressive science) বলেছেন
কে?
উ:- লর্ড
ব্রাইস
৪৮) রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা
দিয়েছেন কে?
উ:-
গার্নার
৪৯) রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্র-নিরপেক্ষ সংজ্ঞা
দিয়েছেন কে?
উ:- ডেভিড
ইস্টন
৫০) Systematic
Politics গ্রন্থটির লেখক কে?
উ:-
ক্যাটলিন
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন