রবিবার, ২০ মার্চ, ২০২২

জাম সাহেব কে ছিলেন?

মহারাজা দিগ্বিবিজয়সিংহজি রঞ্জিৎসিংহজি জাডেজা কে
ছিলেন
?

দিগ্বিবিজয়সিংহজি
রঞ্জিৎসিংহজি জাডেজা। এই নাম হয়তো অনেকেই শোনেননি। তবে ক্রিকেটপ্রেমী ভারতীয়দের
অনেকেই তাঁর কাকার নাম শুনেছেন। দ্বিতীয় রঞ্জিৎসিংহজি ভিবাজি। যাঁর নামে বিখ্যাত
রঞ্জি ট্রফির সূত্রপাত। দিগ্বিবিজয়সিংহজি রঞ্জিৎসিংহজি জাডেজা ১৯৩৩ থেকে ১৯৪৮ সাল পর্যন্ত
গুজরাতের নওয়ানগরের (বর্তমানে যার নাম জামনগর)
জাম সাহেব অর্থাৎ মহারাজা ছিলেন।কাকা রঞ্জিৎসিংহজি ভিবাজির
পর তিনিই সিংহাসনে বসেন।দিগ্বিবিজয়সিংহজি ১৮৯৫ সালে জন্মগ্রহণ করেন। রাজকোটের রাজকুমার
কলেজে পড়াশোনা শেষ করে তিনি লন্ডন বিশ্ববিদ্যালয়ের ম্যালভার্ন কলেজে ভর্তি
হন।পড়াশোনার পাট চুকিয়ে তিনি ১৯১৯ সালে ব্রিটিশ সেনাদলে যোগ দেন। ১৯২০ সালে মিশরে
ভাল কাজ করার জন্য ১৯২১ সালে তিনি ব্রিটিশ বাহিনীর লেফটেন্যান্ট পদে উন্নীত
হন।প্রায় এক দশক ইংরেজ সেনাদলে কাজ করার পর ১৯২৯ সালে সেনাদলের ক্যাপ্টেন হন। ১৯৩১
সালে তিনি পদত্যাগ করেন।কাকার মতো ক্রিকেট দুনিয়ায় বিরাট খ্যাতি না পেলেও তিনি
ব্রিটিশ শাসনাধীন ভারতের হয়ে বেশ কয়েকটি ম্যাচ খেলেন এবং কয়েকটি ম্যাচে তিনি দলের
নেতৃত্বও দেন।১৯৩৭ সাল থেকে ১৯৩৮ সাল পর্যন্ত তিনি বিসিসিআই-এর সভাপতিও ছিলেন।

কিভাবে একজন ভারতীয় রাজা পোল্যান্ডের শিশুদের সাহায্য করেছিল?

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন