বুধবার, ৬ এপ্রিল, ২০২২

হিন্দু তথা সনাতন ধর্মের সমস্ত ধর্ম গ্রন্থসমূহ

 

ভারতের সনাতন ধর্মগ্রন্থ সমূহ

ভারতের সনাতন ধর্মগ্রন্থ হল "বেদ",যা প্রথম গান করে মুখে-মুখে ও কানে শুনে প্রচারিত হত। যেজন্য এর আরেক নাম শ্রুতি। এই "বেদে"র আবার এই ৪টি ভাগ: ঋক, সাম, যজু ও অথর্ব। প্রতিটি বেদের আবার এই ৪টি অংশ থাকে সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক ও উপনিষদ। সংহিতা অংশে আছে দেবতার উদ্দেশ্যে লেখা স্তোত্র ও মন্ত্র। ব্রাহ্মণ অংশে থাকে যাগযজ্ঞের নিয়মকানুন। আরণ্যক অংশে থাকে দর্শন আর উপনিষদ অংশে থাকে আরণ্যকের দার্শনিক বিশ্লেষণ ও তত্ত্ব। এই উপনিষদকে আবার বলা হয় বেদান্ত। "শ্রীমদভাগবদ্‌গীতা" কিন্তু কোনো ধর্মগ্রন্থ নয়। "মহাভারত" মহাকাব্যের এক পরিচ্ছদ বা, অধ্যায়।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন