নারী
ও তার সৌন্দর্য্য
নারীর
সৌন্দর্য্য জগতের এক অপরূপ বস্তু; বিধাতার
দান। কিন্তু সে-সৌন্দর্য্য পুরুষকে মোহিত করবার জন্যে নয়, সে-সৌন্দর্য্য, শক্তির মত, স্বাস্থ্যের মত, নারীরই পরম প্রয়োজনীয়
জিনিস। প্রত্যেক নারীই দেহগত সৌন্দর্য্যের অধিকারী নন, কিন্তু প্রত্যেক নারীই নিজেকে
সুন্দর করে রাখতে পারেন এবং নিজেকে সুন্দর করে রাখা প্রত্যেক বিবাহিতা নারীর অবশ্য
কর্তব্য। বিলাসিতা না করেও, প্রত্যেক
নারী যথাসম্ভব নিজেকে সজ্জিত ও অমলিন রাখতে পারেন। বিবাহের কয়েক বৎসর পরে, অনেক নারীই আর নিজের সজ্জা ও
সৌন্দর্য্য সম্বন্ধে অবহিত থাকা প্রয়োজনীয় মনে করেন না। সেটা মস্ত বড় ভুল।
স্বামীর মনস্তত্বে তার প্রভাব ক্ষতিকরই হয়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন