শুক্রগ্রহ সম্পর্কে সব তথ্যাদি
শুক্র একটি মেঘে ঘেরা গ্রহ যার নামকরণ করা হয়েছে প্রেম ও সৌন্দর্যের রোমান দেবীর নামে, যাকে প্রায়শই পৃথিবীর যমজ বলা হয়। শুক্র হল সূর্যের দ্বিতীয় নিকটতম গ্রহ। চাঁদের পরে পৃথিবীর রাতের আকাশে সবচেয়ে উজ্জ্বল বস্তু হিসাবে, যাকে দেখা যায় সেটি হল শুক্র গ্রহ।
যদিও শুক্রগ্রহ সূর্যের সবচেয়ে কাছের গ্রহ নয়, তবুও এটি সবচেয়ে উষ্ণ। এটিতে একটি ঘন বায়ুমণ্ডল রয়েছে যা গ্রিনহাউস গ্যাস- কার্বন ডাই অক্সাইড এবং সালফিউরিক অ্যাসিড দিয়ে তৈরি মেঘে পূর্ণ। গ্যাস প্রধানত তাপকে আটকে রাখে এবং শুক্রকে উষ্ণ রাখে। প্রকৃতপক্ষে, শুক্রগ্রহের গরম এত বেশি, যা সীসার মতো ধাতু গলানোর জন্য যথেষ্ট। এখানকার বায়ুমণ্ডল এত ঘন যে, শুক্রগ্রহের পৃষ্ঠ থেকে সূর্যকে দেখলে একটি আলোর দাগের মতন দেখায়।
শুক্রকে দেখতে খুবই সক্রিয় গ্রহের মতো। এটিতে পাহাড় এবং আগ্নেয়গিরি রয়েছে। বুধ, পৃথিবী এবং মঙ্গল গ্রহের পাশাপাশি শুক্র হল পাথুরে গ্রহগুলির মধ্যে একটি। শুক্র গ্রহের আকার পৃথিবীর সমান। বলা যেতে পারে পৃথিবীর
আকার একটু বড়।
নির্দিষ্ট সময়ের ব্যবধানে শুক্র গ্রহ পৃথিবী আর সূর্যের মাঝখান দিয়ে চলে যায়। তখন শক্রকে সূর্যের ওপর দিয়ে যেন একটা কালো ফোঁটা সরে যাচ্ছে- এরকম দেখতে লাগে, এই ব্যাপারটিকে বলা হয় “ট্রানজিট অফ ভেনাস”। শুক্রগ্রহের শেষ ট্রানজিট ছিল ৫-ই এবং ৬-ই জুন ২০১২ সালে, এবং এটি ছিল ২১ শতকের শেষ শুক্রগ্রহের ট্রানজিট; পূর্বের ট্রানজিটটি ছিল ৮-ই জুন ২০০৪ তারিখে। এর আগের জোড়া ট্রানজিটটি ছিল ডিসেম্বর ১৮৭৪ এবং ডিসেম্বর ১৮৮২ সালে। শুক্রের পরবর্তী স্থানান্তর ঘটবে ১০-ই কিংবা ১১-ই ডিসেম্বর ২১১৭ এবং ৮-ই ডিসেম্বর ২১২৫ তারিখে।
শুক্রগ্রহ একটু অস্বাভাবিক বা অন্য ধরনের কারণ এটি পৃথিবী এবং অন্যান্য গ্রহের বিপরীত দিকে ঘোরে অর্থাৎ সৌরমণ্ডলে, যেখানে সমস্ত গ্রহ ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরে, সেখানে শুক্রগ্রহ ঘড়ির কাটার দিকে ঘোরে। জ্যোতির্বিজ্ঞানে এইরকম বিপরীতমুখী গতিকে বলা হয় প্রতীপ গতি (retrograde motion)। এর ঘূর্ণন খুবই ধীরগতির। নিজের অক্ষের উপর শুক্র গ্রহের একবার ঘুরতে প্রায় ২৪৩ দিন সময় লাগে, যা পৃথিবীর সময় লাগে ২৪ ঘন্টা। শুক্রগ্রহের সূর্যের চারপাশে একবার ঘুরতে সময় লাগে ২২৫ দিন, যা পৃথিবীর সময় লাগে ৩৬৫ দিন। তার মানে শুক্র গ্রহের একটি দিন শুক্রগ্রহের এক বছরের চেয়ে একটু বেশি।
যেহেতু দিন এবং বছরের দৈর্ঘ্য প্রায় একই, তাই শুক্রগ্রহের একটি দিন পৃথিবীর একটি দিনের মতো নয়। পৃথিবীতে, প্রতিদিন সূর্য একবার ওঠে এবং অস্ত যায়; কিন্তু শুক্রগ্রহে, সূর্য পৃথিবীর প্রতি ১১৭ দিনে একবার উদিত হয়। তার মানে শুক্র গ্রহে প্রতি বছর দু-বার সূর্য উদয় হয়, যদিও তখন শুক্র গ্রহে একই দিন বা একটি দিন উপস্থিত থাকে! এবং শুক্র পিছনের দিকে ঘোরার কারণে, সূর্য পশ্চিমে উদিত হয় এবং পূর্ব দিকে অস্ত যায়। বুধের মতো শুক্রেরও কোনো উপগ্রহ নেই।
শুক্রগ্রহের
তথ্যসমূহ:-
§ শুক্র
গ্রহের ব্যাস ১২,১০০
কিলোমিটার বা ৭,৫২০মাইল
§ শুক্র
গ্রহের সূর্য থেকে গড় দূরত্ব ১০৮ মিলিয়ন কিলোমিটার (৬৭ মিলিয়ন মাইল)
§ সূর্যের
চারপাশে শুক্র গ্রহের একবার প্রদক্ষিণের সময় বা গতিবেগ ২২৫ দিন
§ শুক্র
সূর্য থেকে ০.৭ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দূরে।
§ নিজের
অক্ষের উপর শুক্র গ্রহের একবার প্রদক্ষিণের গতিবেগ বা নিজের পরিধিকে পরিক্রমণের
সময়- ২৪৩ দিন
§ শুক্রগ্রহের
তাপমাত্রা +৪৭৫° সেন্টিগ্রেট
(৯০০° ডিগ্রি ফারেনহাইট)
একনজরে শুক্রগ্রহ:-
গঠন
এবং পৃষ্ঠ
· শুক্র
আমাদের সৌরজগতের সবচেয়ে উষ্ণতম গ্রহ।
· শুক্র
একটি পার্থিব গ্রহ। এটি ছোট এবং পাথুরে।
· শুক্রের
একটি ঘন বায়ুমণ্ডল রয়েছে; যা
তাপকে আটকে রাখে এবং শুক্রকে খুব গরম করে তোলে।
· শুক্রের
আগ্নেয়গিরি সহ, একটি
সক্রিয় পৃষ্ঠ আছে।
· শুক্রগ্রহ
পৃথিবী এবং অন্যান্য গ্রহের বিপরীত দিকে ঘোরে।
শুক্রগ্রহের
সময়
· শুক্রগ্রহে
একদিন পৃথিবীর ২৪৩ দিনের সমান হয়।
· শুক্রগ্রহে
এক বছর পৃথিবীর ২২৫ দিনের সমান হয়।
শুক্রের
প্রতিবেশী
· শুক্রের
কোনো চাঁদ নেই।
· শুক্র
সূর্য থেকে দ্বিতীয় গ্রহ। তার মানে বুধ এবং পৃথিবী শুক্রের প্রতিবেশী গ্রহ।
ইতিহাস
শুক্র গ্রহটি প্রাচীনকাল থেকেই পরিচিত কারণ এটি
টেলিস্কোপ ছাড়া সহজেই দেখা যায়।
শুক্রকে বিভিন্ন মহাকাশযান দ্বারা পরিদর্শন করা হয়েছে: মেরিনার ২, মেরিনার ৫, মেরিনার ১০, পাইওনিয়ার ভেনাস ১, পাইওনিয়ার ভেনাস ২ এবং ম্যাগেলান নামক একটি কক্ষপথ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন