বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩

বিশ্বের বৃহত্তম প্রমোদতরীর উদ্বোধন হবে ভারতে

 

বিশ্বের
বৃহত্তম ভ্রমণ জাহাজ পরিষেবা চালু হবে ভারতে



আগামী
১৩ই জানুয়ারি বিশ্বের বৃহত্তম প্রমোদতরীর উদ্বোধন
হতে চলেছে ভারতেবারাণসী থেকে ডিব্রুগড়, জলপথে
৩ হাজার ২০০ কিলোমিটার পথ পাড়ি দেবে এই প্রমোদতরী।
যার নামগঙ্গা বিলাসগঙ্গা বিলাসকে বৃহত্তম বলা হচ্ছে তার আকারের কারণে নয়, বরং
তার গতিপথের কারণে। প্রমোদতরীর এত বড় যাত্রাপথ বিশ্বের আর কোথাও নেই। মোট ৫০ দিন
ভারত এবং বাংলাদেশের নদনদীতে ঘুরে বেড়াবে
গঙ্গা বিলাস বারাণসীর গঙ্গা আরতি দর্শন
দিয়েই শুরু হবে
গঙ্গা
বিলাস
-এর
যাত্রা।

বারাণসী থেকে যাত্রা শুরু করে বক্সার, রামনগর, গাজিপুর পেরিয়ে অষ্টম দিনে
পটনা পৌঁছবে
গঙ্গা
বিলাস

সেখান থেকে ফরাক্কা
, মুর্শিদাবাদ
হয়ে কলকাতা পৌঁছতে সময় লাগবে আরও দু
দিন।
কলকাতা থেকে এরপর ওপার বাংলার উদ্দেশ্যে পাড়ি দেবে
গঙ্গা বিলাস। বাংলাদেশের নদীতে এই প্রমোদতরী ঘুরে বেড়াবে
আরও ১৫ দিনের জন্য। বাংলাদেশ থেকে গুয়াহাটি দিয়ে আবার ভারতে প্রবেশ করবে বৃহত্তম
প্রমোদতরী। অসমের ডিব্রুগড়ে তার যাত্রা শেষ হবে।
বিলাসবহুল এই প্রমোদতরীতে
একবারে ৮০ জন যাত্রীর থাকার বন্দোবস্ত রয়েছে। এই তরীতে থাকবে মোট ১৮টি কেবিন। তাতে
এল.ই.ডি. টিভি থেকে শুরু করে থাকছে শৌচাগার
, বারান্দা, সবই।



গঙ্গা বিলাস-এ ভ্রমণের জন্য কত টাকা খরচ হবে, মাথাপিছু টিকিটের দাম কত, তা এখনও অবশ্য প্রকাশ করা
হয়নি। পরিবহণ এই জলযাত্রার মূল উদ্দেশ্য নয়।
গঙ্গা বিলাস-এর উদ্দেশ্য ভ্রমণ। তাই পর্যটকদের মনোরঞ্জনের
জন্য সব রকম ব্যবস্থা এই প্রমোদতরীতে রাখা হয়েছে।
সরকারি উদ্যোগে হলেও এই
প্রমোদতরী পরিচালনার দায়িত্ব থাকবে বেসরকারি সংস্থার হাতেই।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন