শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২

আমেরিকা এবং কানাডায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০- এর কাছাকাছি

 সাধারণ
মানুষকে ঘরের বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে



ক্রমেই
বেড়ে চলেছে বম্ব সাইক্লোনের পরিধি। এখন তা কানাডার কাছে গ্রেট লেক থেকে মেক্সিকো
সীমান্ত বরাবর রিও গ্র্যান্ড পর্যন্ত প্রসারিত হয়েছে বলে জানা গিয়েছে আমেরিকার
সংবাদমাধ্যমগুলি থেকে। আমেরিকা এবং কানাডায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০- এর
কাছাকাছি। সংবাদমাধ্যম সূত্রে খবর
, লক্ষাধিক
বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। বর্ষশেষের মজা বলে কিছু অবশিষ্ট নেই। দুর্যোগে
আমেরিকার অন্তত ২ লক্ষ মানুষ বড়দিন কাটিয়েছেন বিদ্যুৎহীন অবস্থায়। বিদ্যুৎ
পরিষেবা কবে
, কখন
স্বাভাবিক হবে
, তা
নিশ্চিত করে বলতে পারছে না কেউই। কারণ
, অনেক
ক্ষেত্রে বিদ্যুতের খুঁটি ঢাকা পড়ে গিয়েছে বরফের পুরু আস্তরণে। দেশে যাতায়াত
ব্যবস্থাও বিপর্যস্ত।



ফ্রস্ট
বাইট
-এর
হাত থেকে সুরক্ষিত থাকতে সাধারণ মানুষকে ঘরের বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে। আমেরিকা
এবং কানাডার বিভিন্ন রাস্তা ঢাকা পড়েছে ৮ ফুট থেকে ১০ ফুট পুরু বরফের আস্তরণে। আমেরিকার
নানা প্রান্তের তাপমাত্রা হিমাঙ্কের ৪০ থেকে ৪৫ ডিগ্রি নীচে নেমে গিয়েছে।
আমেরিকার মন্টানা স্টেটের পরিস্থিতি
আরো  ভয়াবহ। তীব্র তুষারঝড়ে সবচেয়ে
ক্ষতিগ্রস্ত জায়গাগুলির মধ্যে রয়েছে এই অঞ্চল। এখানকার তাপমাত্রা (মাইনাস) -৪৫
ডিগ্রি সেলসিয়াস।



সাধারণত
স্বাভাবিক অবস্থায় বায়ুর চাপ প্রায় ১
,০১০
মিলিবার থাকে। এখন আমেরিকায় যে ঝড়ের দাপট চলছে
, তাতে
বায়ুর চাপ ১
,০০৩
থেকে ৯৬৮ মিলিবার পর্যন্ত হ্রাস পাওয়ার পূর্বাভাস পাওয়া যাচ্ছে । বায়ুচাপ ৩৫
মিলিবার কমে গেলে তাতেই
বম্ব
সাইক্লোন

ঘটে।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন