স্বামীজীর জীবনের স্মরণীয় ঘটনা
পর্ব-১
Click here to know the information in English
বি.এ. পরীক্ষার জন্য টাকা জমা দেওয়ার সময় হয়েছে।নরেন্দ্রের সহপাঠী সকলেই টাকা জমা দিয়েছে-কেবল হরিদাস ছাড়া।সে বড় গরীব, টাকা যোগাড় করতে পারেনি। শুধু পরীক্ষার ফি-ই নয়, এক বছরের বেতন বাকি। হরিদাসের পক্ষে ফি-র টাকাটা কোন মতে দেওয়া সম্ভব, কিন্তু এক বছরের বেতন দেওয়া অসম্ভব।সব শুনে নরেন্দ্র এগিয়ে এলেন। তিনি জানতেন এরকম বিশেষ ক্ষেত্রে টাকা মুকুব করার ব্যবস্থা আছে আর তা আছে কলেজের বৃদ্ধ কেরানী রাজকুমারবাবুর হাতে।ছেলেরা যখন টাকা জমা দিচ্ছে,নরেন্দ্র তখন রাজকুমারবাবুর কাছে গিয়ে বললেন: 'মশায়,হরিদাস দেখছি মাইনেটা দিতে পারবে না; আপনি একটু অনুগ্রহ করে তাকে মাপ করে দিন।তাকে পাঠালে সে ভালরকম পাস করবে; আর না পাঠালে সব মাটি।' রাজকুমারবাবুর মেজাজ ভাল ছিল না-মুখবিকৃতি করে বললেন: 'তোকে জ্যাঠামি করে সুপারিশ করতে হবে না; তুই যা, নিজের চরকায় তেল দেগে যা।আমি ওকে মাইনে না দিলে পাঠাবো না।' নরেন্দ্র চিন্তায় পড়লেন।তাঁর নিজের পক্ষেও অত টাকা যোগাড় করা কঠিন- অথচ তাড়াতাড়ি টাকা যোগাড় না করলে বন্ধু পরীক্ষায় বসতে পারবে না।কি করা যায়? মাথায় তাঁর একটা বুদ্ধি খেলে গেল।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন