রবিবার, ১৪ নভেম্বর, ২০২১

ভাবসম্প্রসারণ লেখার গোড়ার কথা

ভাবসম্প্রসারণ লেখার গোড়ার কথা

ভাবসম্প্রসারণ বলতে বোঝায় কোন পদ্যাংশ বা গদ্যাংশের মধ্যে যে ভাবটি সংগুপ্ত থাকে, তা বিস্তারিতভাবে বিশ্লেষণ করে বলা। অনেক সময় বিশেষ কোনো বাক্য বা কবিতার বিশেষ কোনো পঙ্‌ক্তির মধ্যেও বিরাট ভাবব্যঞ্জনা লুক্কায়িত থাকে। সেই ব্যঞ্জনার মর্ম উদ্ধার করে সবিস্তারে তা প্রকাশ করাই হল ভাবসম্প্রসারণের তাৎপর্য।

নানা ধরনের বিষয় ভাবসম্প্রসারণের উপজীব্য হতে পারে। মানব প্রকৃতির বিচিত্র দিক, ঈশ্বর অনুভূতি, প্রকৃতির রূপ-রস ও মহিমা, সমাজ সমস্যা, অর্থনৈতিক ও বাণিজ্যিক প্রসঙ্গ, বৈজ্ঞানিক বিষয়, সৃষ্টি-রহস্য ইত্যাদি অজস্র রকম প্রসঙ্গ ভাবসম্প্রসারণের জন্যে প্রদত্ত গদ্যাংশ বা পদ্যাংশে থাকতে পারে। অনেক সময় মূল ভাবটি রূপক বা প্রতীকের আড়ালে থেকে যায়। সে সব ক্ষেত্রে রূপ-বিশ্লেষণ বা প্রতীক উন্মোচন করে আসল বক্তব্যটি বুঝিয়ে বলতে হবে।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন