শনিবার, ১৩ নভেম্বর, ২০২১

জনন প্রক্রিয়া সম্পর্কে অবদানকারী বিজ্ঞানী

 জনন প্রক্রিয়া সম্পর্কে অবদানকারী বিশিষ্ট বিজ্ঞানী

প্রতিটি জীব জনন প্রক্রিয়ার মাধ্যমে নিজের অস্তিত্বকে অপত্যের মধ্যে বাঁচিয়ে রেখে বংশরক্ষা ও বংশবিস্তার করে। এই বংশবিস্তারের মাধ্যমে জীবনের প্রবাহ অক্ষুন্ন থাকে। যে জীব থেকে অপত্য জীব সৃষ্টি হয় তাকে জনিতৃ জীব এবং জনিতৃ জীব থেকে সৃষ্ট জীবকে অপত্য জীব বলে। জনিতৃ জীব থেকে অপত্য জীব সৃষ্টি হওয়ার পদ্ধতিকে জনন বলে।

জীবনবিজ্ঞান-এর জনন অধ্যায় থেকে ৫০টি প্রশ্ন ও উত্তর

আরো সহজ ভাবে বলতে গেলে-

যে জৈবিক পদ্ধতিতে জীব নিজের দেহের অংশ দিয়ে অনুরূপ জীব সৃষ্টি করে এবং সংখ্যা বৃদ্ধির দ্বারা নিজেস্ব বংশধারাকে অক্ষুণ্ণ রাখে, তাকে জনন বা রিপ্রোডাকশন বলে।

চার্লস বনেট ছিলেন একজন ফরাসি দার্শনিক ও প্রকৃতিবিজ্ঞানী। ১৭২০ খ্রিষ্টাব্দে  অস্ট্রিয়ার জেনেভা শহরে তাঁর জন্ম হয়। তিনি প্রাণীর জনন সংক্রান্ত বহু পরীক্ষানিরীক্ষা করেন। তাঁর গবেষণাগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল অপুংজনি-সংক্রান্ত গবেষণা। এবিষয়ে তিনিই প্রথম আলোকপাত করেন। ১৭৯৩ খ্রিস্টাব্দে তিনি পরলোকগমন করেন।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন