শুক্রবার, ১১ মার্চ, ২০২২

স্বামীজি মোটা বইও মুখস্ত করে ফেলতেন একনিমিষে

 স্বামীজীর পরিব্রাজক জীবনের একটি স্মরণীয় ঘটনা

মীরাটে এসে স্বামীজীর সঙ্গে দেখা হয়ে গেল আরও কয়েকজন গুরুভাইয়ের সঙ্গে। তারাও
সন্ন্যাস গ্রহণ করে পরিব্রাজক বেশে ঘুরছিলেন। সকলে মিলে একজায়গায় উঠলেন। স্বামীজীর
খুব পড়াশুনোর অভ্যাস। এক গুরুভাই প্রতিদিন স্থানীয় এক লাইব্রেরী থেকে তাঁর জন্য
কয়েকটি মোটা বই নিয়ে আসেন। কিন্তু স্বামীজীর তা একদিনে পড়া হয়ে যায়। তাই পরদিনই
সেই বই ফেরত দিয়ে নতুন বই আনতে হয়। লাইব্রেরিয়ান এতে ভাবলেন স্বামীজী লোককে
দেখানোর জন্য শুধুমাত্র পড়বার ভান করছেন । স্বামীজীর গুরুভাইয়ের কাছে তিনি এই
সন্দেহের ইঙ্গিতও দিলেন। স্বামীজী একথা জেনে একদিন নিজে সেই লাইব্রেরিয়ানের কাছে
হাজির হলেন এবং বললেন:
'আমি সবকটা
বই-ই ভাল করে পড়েছি। আপনার সন্দেহ হলে যে কোন বই থেকে যে-কোন প্রশ্ন করে দেখতে
পারেন।
' লাইব্রেরিয়ান
তাই করলেন। স্বামীজী সব প্রশ্নের উপযুক্ত উত্তর দিলেন দেখে লাইব্রেরিয়ানের
বিস্ময়ের সীমা রইলো না। তিনি ভাবতে লাগলেন
, এও কি সম্ভব?



0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন