"আকবরের রাজত্বকাল"
১) আকবরের পুরো নাম কি?
উ:- আবু-ফাত জালাল উদ-দীন মহম্মদ আকবর
২) আকবরের পিতার নাম কি?
উ:- হুমায়ুন
৩) আকবরের মায়ের নাম কি?
উ:- হামিদা বানু বেগম
৪) মীর্জা আকবর জামীর কে ছিলেন?
উ:- হিন্দালের সুফী গুরু ও আকবরের মা হামিদা বানুর আব্বা
৫) আকবর কবে কোথায় জন্মগ্রহণ করেন?
উ:- ১৫৪২ সালে সিন্ধুদেশের অমরকোটে
৬) আকবরের ধাত্রী মায়ের নাম কি?
উ:- মাহম আনগ
৭) আব্দুল লতিফ কে ছিলেন?
উ:- মুঘল সম্রাট আকবরের গৃহশিক্ষক
৮) আকবর কোন ভাষায় কথাবার্তা বলতেন?
উ:- মায়ের মাতৃভাষা ফার্সিতে (পিতা-পিতামোহের ভাষা তুর্কিতে নয়)
৯) কার মৃত্যুর পর আকবর সিংহাসনে বসেন?
উ:- ১৫৫৬ সালের ১৪ই ফেব্রুয়ারি পিতা হুমায়ুনের মৃত্যুর পর
১০) আকবর কত বছর বয়সে সিংহাসনে বসেন?
উ:- ১৩ বছর
১১) আকবরের সৎ ভাইয়ের নাম কি?
উ:- মহম্মদ হাকিম
১২) নাবালক সম্রাট আকবরের অভিবাবকের নাম কি?
উ:- বৈরাম খাঁ
১৩) বৈরাম খাঁ কবে মারা যান?
উ:- ১৫৬১ সালে মক্কা যাওয়ার পথে আততায়ীর হাতে
১৪) দ্বিতীয় পানিপথের যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল?
উ:- ১৫৫৬ খ্রিষ্টাব্দের ৫ই নভেম্বর
১৫) পানিপথের দ্বিতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?
উ:- আদিল শাহের হিন্দু সেনাপতি হিমুর সঙ্গে আকবরের অভিবাবক বৈরাম খাঁ-র
১৬) পানিপথের দ্বিতীয় যুদ্ধে কোন সেনাপতির নেতৃত্বে আকবর, হেমচন্দ্র রাওনিয়ারকে পরাজিত করেন?
উ:- ১৫৫৬ সালের ৬ই নভেম্বর খানেজমান আলি কুল্লি খাঁ
১৭) পানিপথের দ্বিতীয় যুদ্ধের ফল কি হয়েছিল?
উ:- বৈরাম খাঁ জয়লাভ করেছিল এবং হিমু পরাজিত ও নিহত হন
১৮) হিমু-এর প্রকৃত নাম কি?
উ:- হেমচন্দ্র রাওনিয়ার
১৯) হিমু কোন যুদ্ধে পরাজিত হয়েছিলেন?
উ:- পানিপথের দ্বিতীয় যুদ্ধে
২০) হিমু কে ছিলেন?
উ:- আফগান নেতা আদিন শাহের হিন্দু সেনাপতি
২১) আকবর কবে নিজে পুরোপুরি রাজ্যের ভার নেন?
উ:- ১৫৬২ সালে
২২) কাকে হারিয়ে আকবর দিল্লীর সিংহাসনে বসেন?
উ:- আফগানদের ঘোষিত সম্রাট সিকান্দার শূরকে
২৩) নিজের হাতে শাসনভার গ্রহণ করার পর আকবর সর্বপ্রথম কোন রাজ্যে যুদ্ধাভিযান চালান?
উ:- ১৫৬৪ খ্রিষ্টাব্দে গণ্ডোয়ানা রাজ্যে
২৪) আকবরের সময় গণ্ডোয়ানার রাণী কে ছিলেন?
উ:- রাণী দুর্গাবতী
২৫) বুন্দেলখণ্ডে রাণী দূর্গাবতীর সঙ্গে আকবরের সেনাপতি আসফ খাঁয়ের কোথায় যুদ্ধ হয়?
উ:- ১৫৬৪ সালে গঢ়া ও মাঁডলের মধ্য (জব্বলপুর জেলা)
২৬) আকবরের বিবাহিত রাজপুত রমণী কে ছিলেন?
উ:- যোধাবাই
২৭) আকবরের সাথে বিবাহের পর যোধাবাই-এর নাম কি হয়?
উ:- মরিয়ম উজ জামানী
২৮) যোধাবাই-এর পিতার নাম কি?
উ:- রাজস্থানের রাজপুত ঘরানার রাজা ভারমাল
২৯) যোধাবাই-এর মায়ের নাম কি?
উ:- ময়নাবতী
৩০) যোধাবই-এর বোনের নাম কি?
উ:- সুকন্যা দাস
৩১) যোধাবাই-এর সম্রাট আকবরের সাথে কবে বিবাহ হয়?
উ:- ১৫৬২ খ্রিষ্টাব্দের ৬ই ফেব্রুয়ারি
৩২) কাকে আমের রাজ্যের রাজকুমারী বলা হত?
উ:- যোধাবাই-কে
৩৩) যোধাবাই কে ছিলেন?
উ:- রাজস্থানের রাজপুত ঘরানার রাজা ভারমালের জ্যেষ্ঠ কন্যা এবং
মুঘল সম্রাট আকবরের ১ম রাজপুত স্ত্রী
৩৫) যোধাবাই-এর দাদার নাম কি?
উ:- রাজা ভগবান দাস
৩৬) সম্রাট জাহাঙ্গীরের মায়ের নাম কি?
উ:- যোধাবাই
৩৭) ১৫৬১ সালের জানুয়ারিতে বৈরাম খাঁয়ের কোন স্ত্রীকে তাঁর মৃত্যুর পর আকবর শাদি করেন?
উ:- হুমায়ুনের মেয়ের মেয়ে সেলিমা সুলতান বেগম
৩৮) সেলিমা সুলতান বেগম-এর পিতার নাম কি?
উ:- নুরুদ্দিন মুহাম্মদ মির্জা
৩৯) আকবরের প্রথমা রানী বা প্রধান রাণীর নাম কি?
উ:- রুকাইয়া সুলতানা বেগম
৪০) রুকাইয়া সুলতানা বেগম-এর মায়ের নাম কি?
উ:- সুলতানা বেগম
৪১) রুকাইয়া সুলতানা বেগম-এর বাবার নাম কি?
উ:- হিন্দাল মির্জা
৪২) হিন্দাল মির্জা কে ছিলেন?
উ:- আকবরের কাকা এবং বাবর-এর কনিষ্ঠ পুত্র
৪৩) রুকাইয়া সুলতানা বেগম কে ছিলেন?
উ:- মুঘল রাজকুমার হিন্দাল মির্জার কন্যা। এছাড়া তিনি ছিলেন বাবর এর নাতনি ও হুমায়ুন এর ভাইঝি এবং আকবরের প্রধান রানী
৪৪) রুকাইয়া সুলতানা বেগম-কে কবে আকবর বিবাহ করেন?
উ:- ১৫৫১ খ্রিষ্টাব্দে কাবুলে
৪৫) রুকাইয়া সুলতানা বেগম কবে আকবরের প্রধান রাণী হন?
উ:- ১৫৫৬ খ্রিষ্টাব্দে
৪৬) রুকাইয়া সুলতানা বেগম কোন মুঘল সম্রাটকে বড় করে তোলেন?
উ:- সম্রাট শাহজাহান
৪৭) রুকাইয়া সুলতানা বেগম কবে মারা যান?
উ:- ১৬২৬ খ্রিষ্টাব্দে
৪৮) রুকাইয়া সুলতানা বেগম-এর সমাধি কে কোথায় তৈরী করান?
উ:- শাহজাহান কাবুলে তার সমাধিস্থল তৈরি করেন
৪৯) হামিদা বানু বেগম কবে মারা যান?
উ:- ১৬০৪ সালের ২৯ আগস্ট
৫০) কোন মোগল সম্রাট মায়ের মৃত্যুতে হিন্দুদের মতো মাথা ন্যাড়া করেন?
উ:- সম্রাট আকবর
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন