সোমবার, ১৪ মার্চ, ২০২২

বিশ্বে ভুল বশত ক্ষেপনাস্ত্র নিক্ষেপের ঘটনা

"বিশ্বে
ভুল বশত ক্ষেপনাস্ত্র নিক্ষেপের ঘটনা"
 

১) ২০২২ সালের ৯ই মার্চ, তারিখে ভারত কারিগরি সমস্যার কারণে একটি
ক্ষেপনাস্ত্র ভুলবশত নিক্ষিপ্ত হয়। তারফলে পাকিস্থান-এর মিয়া চানু
(Mian Channu) এলাকায় একটি নির্মান-রত বাড়িতে পড়ে। অবশ্য
এতে কোন জীবননাশ ঘটেনি
; কেবল
সাধারণ মানুষের কিছু সম্পত্তি নষ্ট হয়েছে।



২) ২০১৭ সালের জানুয়ারি মাসে, যুক্তরাজ্য (United Kingdom)-এর একটি নিউক্লিয়ার ক্ষমতাসম্পন্ন
ক্ষেপনাস্ত্র ভুলবশত নিক্ষিপ্ত হয়। এটি আমেরিকা-এর রাজ্য ফ্লোরেডার কাছাকাছি গিয়ে
পড়ে। এটি ছিল
Trident missile failure.



৩) ২০১৬ সালের আগষ্ট মাসে, তাইওয়ান (Taiwan)-এর ব্রেভ ওয়াইণ্ড (Brave Wind)-নামক একটি ক্ষেপনাস্ত্র ভুলবশত নিক্ষিপ্ত হয়।
এর ফলে চীনের একটি মাছ ধরার নৌকা ধ্বংস হয় এবং ১ থেকে ২ জন জেলে মারা যান। চীন
, এর জন্য তাইওয়ান-এর কাছ থেকে ক্ষতিপূরণ দাবি
করে।



৪) ২০০৩ সালের মার্চ মাসে, যুক্তরাষ্ট্র-এর দুটি ক্ষেপনাস্ত্র ভুলবশত
নিক্ষিপ্ত হয়। এর ফলে তুরস্ক
(Turkey)-এর কিছু মানুষ আহত হন। যেহেতু
তুরস্ক
NATO-এর
সদস্য তাই বৈঠকের মাধ্যমে বিষয়টিকে মিটিয়ে নেয়।



0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন