ভারতের
ক্ষমতা হস্তান্তর আইন
১৯৪৭
সালের ৩রা জুন লর্ড মাইন্ট ব্যাটেন ঘোষণা করেন, ভারতবর্ষকে
ভাগ করে ভারত ও পাকিস্তান নামে দুটি ঔপনিবেশিক স্বায়ওশাসিত রাষ্ট্র তৈরী হবে ও দুই
রাষ্ট্রর জন্য আলাদা গণপরিষদ গড়া হবে। উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের জনগণ ও অসমের
শ্রীহট্ট জেলার জনগণ গণভোটের মাধ্যমে ঠিক করবে তারা পাকিস্তানে যাবে কিনা। বাংলা ও
পাঞ্জাব বিভাজনের জন্য একটি কমিশন নিয়োগ করা হবে। ক্ষমতা হস্তান্তরের জন্য ব্রিটিশ
পার্লামেন্টে একটি আইন পাশ হবে।
এরপর ১৯৪৭ সালের ১৮ই জুলাই রাজকীয় অনুমোদন
পাওয়া "ভারতীয় স্বাধীনতা আইন"-
এর ফলে ঠিক হয়:-
১) ১৯৪৭ সালের ১৫ই আগষ্ট ভারত ও পাকিস্তান
নামে দুটি স্বায়ত্তশাসিত রাষ্ট্র তৈরী হবে ও রাষ্ট্র দুটির জন্য দুজন গভর্ণর
জেনারেল ও দুটি স্বতন্ত্র আইনসভা থাকবে।
২) সিন্ধু, বলুচিস্তানূ
পশ্চিম পাঞ্জাব ও পূর্ববঙ্গ নিয়ে পাকিস্তান ও অবশিষ্ট অংশ নিয়ে ভারত গড়া হবে।
৩) দুই ঔপনিবেশিক স্বায়ওশাসিত রাষ্ট্রের
গণপরিষদ স্বাধীনভাবে নিজ নিজ রাষ্ট্রের সংবিধান রচনা করবে।
৪) দেশীয় রাজ্যগুলি যে কোন রাষ্ট্রে যোগ
দেওয়ার ব্যাপারে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে
৫) দুই রাষ্ট্রের সীমা নির্ধারণ করবে একটি
কমিশন।
৬) নতুন সংবিধান রচনা না হওয়া পর্যন্ত দুই
রাষ্ট্রের ক্ষেত্রেই ১৯৩৫ সালের ভারত শাসন আইন চালু থাকবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন