বিষয়-এর প্রাকৃতিক ভূগোল অধ্যায় থেকে
৫০টি প্রশ্ন ও উত্তর
১) উত্তর অয়নান্ত
দিবস কবে?
উ:- ২১শে
জুন
২) দক্ষিণ অয়নান্ত দিবস কবে?
উ:- ২২শে
ডিসেম্বর
৩) মহাবিষুব বা বসন্তবিষুব কবে?
উ:- ২১শে
মার্চ
৪) শরদ বা জলবিষুব কবে?
উ:- ২৩শে
সেপ্টেম্বর
৫) কর্কটসংক্রান্তি কবে পালন করা হয়?
উ:- ২১শে
জুন
৬) সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কত?
উ:- ১৫
কোটি কিমি
৭) পৃথিবীর অক্ষের পরিধি কত?
উ:- ৪৬,২৫০ কিমি
৮) কলকাতা বরাবর পৃথিবীর আবর্তন গতি কত?
উ:- ১৫৪০
কিমি/ঘন্টা
৯) কলকাতায় ধ্রুবতারা-র উন্নতি কোন কত?
উ:- ২২°৩৩'
১০) উত্তর মেরুবৃত্তে ধ্রুবতারার উন্নতি কোন কত?
উ:- ৯০°
১১) ১° দ্রাঘিমার
পার্থক্যে সময়ের পার্থক্য হয় কত?
উ:- ৪
মিনিট
১২) নিরক্ষরেখা-কে কি বলে?
উ:-
মহাবৃত্ত
১৩) দক্ষিণগোলর্ধে মেরু-নক্ষত্রের নাম কি?
উ:-
হ্যাডলির অ্যাকটান্ট
১৪) জলাধার নির্মাণের ফলে ভারতের কোন রাজ্যে
ভূমিকম্প হয়?
উ:-
মহারাষ্ট্র-তে
১৫) ভূমিকম্পের শক্তিমাপক যন্ত্রের নাম কি?
উ:- রিখ্টার
স্কেল
১৬) ভূমিকম্পের তীব্রতা মাপক যন্ত্রের নাম কি?
উ:-
মার্সেলি স্কেল
১৭) যে যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের তরঙ্গের
গতিবিধির রেখচিত্র পাওয়া যায় তাকে কি বলে?
উ:-
সিসমোগ্রাফ বা ভূকম্পলিখ যন্ত্র
১৮) একটি প্রথমিক শিলার নাম বল।
উ:-
আগ্নেয় শিলা
১৯) ৪টি জৈব শিলার নাম বল?
উ:-
ডায়াটোম, অ্যালগি (প্রাণী), বিটুমিনাস, লগনাইট জাতীয় কয়লা (উদ্ভিদ)
২০) কয়লা কি ধরনের শিলা?
উ:- পাললিক
শিলা
২১) ব্যাসল্ট এর রূপান্তরের নাম কি?
উ:-
অ্যাম্ফিবোলাইট
২২) চুনাপাথর রূপান্তরিত হয়ে কিসে পরিণত হয়?
উ:-
মার্বেল-এ
২৩) কাদাপাথর রূপান্তরিত হয়ে কিসে পরিণত হয়?
উ:- স্লেট-এ
২৪) যান্ত্রিক উপায়ে স্থলভাগে সৃষ্ট একটি পাললিক
শিলার নাম কি?
উ:-
টিলাইট
২৫) গ্রাবো রূপান্তরিত হয়ে কিসে পরিণত হয়?
উ:-
সার্পেন্টাইন-এ
২৬) ধ্রুবতারার সাহায্যে অক্ষাংশ নির্ণয় করা যায়
এমন যন্ত্রের নাম কি?
উ:-
সেক্সট্যান্ট
২৭) বেলেপাথর রূপান্তরিত হয়ে কিসে পরিণত হয়?
উ:-
কোয়ার্জাইট-এ
২৮) গ্রানাইট রূপান্তরিত হয়ে কিসে পরিণত হয়?
উ:- নাইস-তে
২৯) অগাইট রূপান্তরিত হয়ে কিসে পরিণত হয়?
উ:-
হর্নরেন্ড-তে
৩০) বায়োটাইট রূপান্তরিত হয়ে কিসে পরিণত হয়?
উ:-
বায়োটাইট সিস্ট-তে
৩১) মহীখাত তত্ত্বের প্রবক্তা কে?
উ:-
জার্মান ভূবিজ্ঞানী কোবার
৩২) টেথিস কি?
উ:-
মহীখাত বা অগভীর সমুদ্র
৩৩) একটি নবীন ভঙ্গিল পর্বতের নাম লেখো।
উ:-
হিমালয়
৩৪) একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম লেখো।
উ:-
আরাবল্লী (ভারতের মধ্যে)
৩৫) পাত-গাঠনিক তত্ত্বের জনক কে?
উ:- পিঁচো
৩৬) সাতপুরা কি ধরণের পর্বত?
উ:- স্তূপ
পর্বত
৩৭) সাতপুরা কোন দুটি গ্রস্ত উপত্যকা বা নদীর মধ্যে
অবস্থিত?
উ:-
নর্মদা ও তাপ্তি
৩৮) সাতপুরা-এর দক্ষিণে কোন পাহাড় অবস্থিত?
উ:-
গাউলগড় পাহাড়
৩৯) সাতপুরা-এর উত্তরে কোন পাহাড় অবস্থিত?
উ:-
মহাদেব
৪০) সাতপুরার পূর্বাংশ কি নামে পরিচিত?
উ:-
মহাকাল পর্বত
৪১) সাতপুরা পর্বতের সর্বোচ্চ শিখরের নাম কি?
উ:- ধূপগড়
(১,৩৫০ মিটার)
৪২) সাতপুরা পর্বত কোন দেশে অবস্থিত?
উ:-
ভারতবর্ষ
৪৩) পৃথিবীর বৃহত্তম গ্রস্থ উপত্যকা কোনটি?
উ:- পূর্ব
আফ্রিকার প্রায় ৪,৮০০ কিমি
দীর্ঘ "The Great Rift Valley"
৪৫) ভারতের একটি গ্রস্ত উপত্যকার নাম লেখো।
উ:-
নর্মদা নদীর উপত্যকা
৪৬) পৃথিবীর কোন অঞ্চলে সবচেয়ে বেশী আগ্নেয়গিরি
রয়েছে?
উ:-
ভূমিকম্প প্রবণ অঞ্চল
৪৭) ক্ষয়জাত পর্বতের অপর নাম কি?
উ:-
অবশিষ্ট পর্বত
৪৮) পৃথিবীর বৃহত্তম পর্বত-বেষ্টিত মালভূমির নাম কি?
উ:- পামীর
মালভূমি
৪৯) পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপের নাম কি?
উ:- ভারত
ও বাংলাদেশের গঙ্গা ব-দ্বীপ
৫০) একটি ব্যবচ্ছিন্ন মালভূমির নাম কি?
উ:- ভারতের বুন্দেলখন্ড ও বাঘেলখন্ড মালভূমি
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন