রবিবার, ১৬ অক্টোবর, ২০২২

সহজে জানুন ভারতের নাগরিকত্ব আইন

 

ভারতের নাগরিকত্ব আইন

১৯৫০ সালের ২৬শে জানুয়ারী ভারতীয় সংবিধানে নাগরিত্ব কার্যকরী
করা হয়। এই সংবিধান অনুযায়ী ভারতে যাদের স্থায়ী বাসভূমি আছে একরকম প্রতিটি
ব্যক্তিই ভারতের নাগরিক হবার যোগ্য।



এছাড়া নীচে বর্ণিত ব্যক্তিগণও ভারতের নাগরিক হবার যোগ্য।
যেমন-



১) যে ব্যক্তি ভারতে জন্মগ্রহণ করেছেন।



২) যাদের পিতা বা মাতা ভারতে জন্মগ্রহণ করেছেন।



৩) ভারতীয় সংবিধান চালু হবার পাঁচ বছর আগে থেকে যারা
স্থায়ীভাবে ভারতে বসবাস করে আসছেন। (
Indian Act 5 & 6)



বর্তমান পাকিস্তান
বা বাংলাদেশের কোন স্থান থেকে যদি কোন ব্যক্তি মাইগ্রেশন করে ভারতের কোন অংশে এসে
স্থায়ীভাবে বসবাস করেন
, ভারতীয় সংবিধান অনুযায়ী তাকে ভারতের
নাগরিক বলে গণ্য করা হবে।



যদি কোন ব্যক্তি
নিজে অথবা তার পিতা
, মাতা, পিতামহ বা
মাতামহ ভারতে জন্মে থাকেন
, তাহলে তাকেও ভারতের নাগরিক বলা হবে।



Govt. of India Act. এ বলা
হয়েছে ১৯৪৮ সালের ১৯শে জুলাইয়ের আগে যদি কোন ব্যক্তি বাইরে থেকে ভারতে এসে বসবাস
করতে থাকেন তাহলে তিনি ভারতের নাগরিকত্ব পাবার অধিকারী।



১৯৪৮ সালের ১৯শে
জুলাইয়ের আগে বা পরেও যদি কোন ব্যক্তি মাইগ্রেশন করে ভারতে এসে নাগরিকরূপে নিজের
নাম রেজিষ্ট্রি করে থাকেন
, তবে তিনিও ভারতের নাগরিকরূপে গণ্য
হবেন। 

আবার যারা নিজের নাম রেজিষ্ট্রি
করেন-নি বা করতে পারেন-নি তাদের নাগরিকত্বের জন্য আবেদনের তারিখের ৬ মাস আগে থেকে
ভারতে বসবাস করার সার্টিফিকেট
 দিতে হবে

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন