বুধবার, ৩০ নভেম্বর, ২০২২

আকবরের রাজত্বকাল ৫০টি প্রশ্ন ও উত্তর,পর্ব-২

 আকবরের রাজত্বকাল



১) জালাল-উদ-দীন
মহম্মদ আকবরের নতুন 
রাজধানী ফতেপুর সিক্রি কেন পরিত্যাক্ত হয়?



উ: - জলের অভাবে



) কোন
স্তাপত্যের আদলে সিকেন্দ্রাবাদে আকবরের সমাধি তৈরী করা হয়
?



উ: - বৌদ্ধস্তূপের আদলে



৩) আকবরের রাজত্বকালে
শ্রেষ্ঠ হিন্দী কবি কে ছিলেন
?



উ: - তুলসীদাস 



৪) আকবর কবে জিজিয়া কর
তুলে দেন
?



উ: - ১৫৬৪ সালে



) লাহোর কেল্লা কে তৈরী
করিয়েছিলেন
?



উ: - আকবর



৬) ফতেপুর সিক্রি-কে
তৈরী করান
?



উ: - আকবর



৭) হলদিঘাটের যুদ্ধ কবে কাদের
মধ্যে হয়
?



উ: - ১৫৭৬ সালে মেবারের
অধিপতি রাণা প্রতাপ সিং ও আকরের মধ্যে



৮) দীন-ই-ইলাহি ধর্ম প্রথম-কে
গ্রহণ করেন
?



উ: - টোডরমল



৯) আকবরের আমলে বারো
ভুঁঞাকে পরাজিত করার চেষ্টা করেন কোন মুঘল সেনাপতি
?



উ: - মানসিংহ



০) আকবরের সময় বাংলার
সুবেদার ও জায়গীরদার (শাসক)-কে ছিলেন
?



উ: - রাজা মানসিংহ



১) আকবরের কোন
প্রধানমন্ত্রী আকবরের জীবন ও সময়কাল নিয়ে দুটি বই লেখেন।



উ: - আবুল ফজল



২) জাবতি প্রথা-কে চালু করেন?



উ: - আকবর



৩) হলদিঘাটের যুদ্ধে
কে জয়লাভ করেছিল
?



উ: - আকবর



৪) শ্রেষ্ঠ মুঘল
সম্রাট কে ছিলেন
?



উ: - আকবর



৫) টোডরমল কে ছিলেন?



উ: - আকবরের
রাজস্বমন্ত্রী



৬) দিন-ই-ইলাহি কে প্রবর্তন
করেন
?



উ: - আকবর



৭) ইবাদতখানা কে
প্রতিষ্ঠা করেন
?



উ: - আকবর



৮) ইবাদতখানা কোথায়
অবস্থিত
?



উ: - ফতেপুর সিক্রি-তে



৯) আকবরের শেষ রাজ্য
জয় কোনটি
?



উ: - অসিরগড়



০) দক্ষিণ ভারতের কোন
মহিলা সুলতান আকবরের কাছে পরাস্ত হন
?



উ: - আহম্মাদ নগরের চাঁদ
সূলতানা



১) আইন-ই-আকবরি কে রচনা করেন?



উ: - আবুল ফজল



২) আবুল ফজল কে ছিলেন?



উ: - আকবরের সভাসদ ও
ঐতিহাসিক



৩) আকবরের পর কে মুঘল
সিংহাসনে বসেন
?



উ: - জাহাঙ্গির



৪) কোন মুঘল সম্রাটের
আমলে
রায়তওয়ারি পদ্ধতি চালু হয়?



উ: - আকবর



৫) মনসবদারী প্রথা চালু করেন কে?



উ: - ১৫৭৭ সালে, আকবর



৬) আকবর কাকে কবি প্রিয় উপাধি
কেন
?



উ: - বীরবল



৭) বিখ্যাত তোরণ বুলন্দ দরওয়াজা-কে তৈরী করান?



উ: - আকবর



৮) মুঘল সম্রাজ্যের
প্রকৃত প্রতিষ্ঠাতা-কে ছিলেন
?



উ: - আকবর



৯) আকবরের মৃত্যু হয়
কবে
?



উ: - ১৬০৫ খ্রিষ্টাব্দে



০) দিল্লির মসনদে
আকবরের পূর্বসুরী কে ছিলেন
?



উ: - শেরশাহ



১) আকবরের
রাজস্বব্যবস্থা কার রাজস্বব্যবস্থার পরিমার্জিত রূপ ছিল
?



উ: - শেরশাহের
রাজস্বব্যবস্থার



২) আকবর কত বছর
রাজত্ব করেছিল
?



উ: - ৫০ বছর



৩) আকবর কবে মেবার
আক্রমণ করেন
?



উ: - ১৫৬৭ খ্রিষ্টাব্দে



৪) আকবরের রাজত্বকালে শ্রেষ্ঠ হিন্দী কবি কে
ছিলেন
?



উ: - তুলসীদাসী

৫) দাসোয়ান্ত ও
বাসোয়ান কে ছিলেন
?

উ: - আকবরের সময়ের দুই
বিখ্যাত চিত্রশিল্পী

৬) সেলিম চিশতির
সমাধি সৌধ-কে তৈরী করান
?

উ: - মুঘল সম্রাট আকবর

৭) টোডরমল ১৫৮২ সালে
বাংলা ও উড়িষ্যাকে কটি সরকার ও পরগনায় ভাগ করেন
?

উ: - ২৪টি সরকার ও ৭৮৭টি
পরগনায়

৮) আকবরের আমলে সারা
ভারতবর্ষে জমির আয়
, উৎপাদিকা শক্তি
ইত্যাদি তথ্যের সঙ্কলন কাজে কত জন প্রধান কানুনগো ছিলেন
?















উ: - ১০জন



৯) আকবরের সময়
মেবারের রাণা কে ছিলেন
?



উ: - উদয়সিংহ



০) জায়গির কি?



উ: - মনসবদারদের অধীনে
নিয়ন্ত্রিত এলাকা



১) আকবরের মনসবদররা
কটি স্তরে বিভক্ত ছিলেন
?



উ: - ৩৩টি



২) আকবরের সম্রাজ্য
কটি সুবায় বিভক্ত ছিল
?



উ: - ১৫টি



৩) আকবর কবে "Infallibility
Decree"
ঘোষণা করেন?



উ: - ১৫৭৯ সালে



৪) আকবর প্রবর্তিত
নতুন ধর্মমতের নাম কি ছিল
?



উ: - দিন-ই-ইলাহি



৫) আকবর কবে মনসবদারি
প্রথা চালু করেন
?



উ: - ১৫৭৯ সালে



৬) হলদিঘাটের যুদ্ধে
মুঘলদের প্রধান সেনাপতি কে ছিলেন
?



উ: - মানসিংহ



৭) আকবর কবে তীর্থ কর জিজিয়া কর বন্ধ করেন?



উ: - ১৫৬২ খ্রিষ্টাব্দে



৮) আকবর কবে মজাহার ঘোষণা করেন?



উ: - ১৫৭৯ খ্রিষ্টাব্দে



৯) আকবর কেন ফতেপুর
সিক্রিতে
বুলন্দ দরওয়াজা তৈরী করান?



উ: - গুজরাট বিজয়কে
স্বরণীয় করে রাখতে



) সম্রাট আকবরের
সমাধি সৌধ কোথায় আছে
?



উ: - তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদ

আকবরের রাজত্বকাল প্রশ্ন ও উত্তর, পর্ব-১

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন