অধ্যায়:
- পদার্থ এবং পদার্থের সনাক্তকরণ
১) কোন গ্যাসের বর্ণ বাদামি?
উ: - নাইট্রোজেন ডাই-অক্সাইড
২) কোন গ্যাস আঁশটে (fishy) গন্ধ
যুক্ত?
উ: - ওজোন
৩) জল এবং ইথাইল অ্যালকোহল কোন্ পদ্ধতিতে পৃথক
করবে?
উ:- আংশিক পাতন
৪) সবচেয়ে নমনীয় ধাতু কোনটি?
উ: - সোনা
৫) বেঞ্জিন ও জলের মিশ্রণকে পৃথক করার জন্য
কোন্ পদ্ধতি ব্যবহার করবে?
উ: - পৃথকীকরণ ফানেলের সাহায্যে
৬) কোন অধাতুর গলনাঙ্ক খুব বেশি?
উ: - সিলিকন
৭) কোন ধাতব অক্সাইড আম্লিক?
উ: - ক্রোমিয়াম অক্সাইড (CrO3)
৮) বিক্রিয়ার সময়ে উদ্দীপকের কাজ কি?
উ: - অনুঘটকের কার্যকারিতা বৃদ্ধি করা
৯) কোন্ ধাতু হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে
ধাতব হাইড্রাইড গঠন করে?
উ: - সোডিয়াম
১০) একটি তাপগ্রাহী পরিবর্তনের উদাহরণ দাও।
উ: - জলে NH4NO3 যোগ করা হল
১১) কৃত্রিমভাবে প্রস্তুত Chemical Volcano -তে অগ্ন্যুৎপাতের
ঘটনাটি কোন রাসায়নিক পদার্থের সাহায্যে দেখানো হয়?
উ: - অ্যামোনিয়াম ডাইক্রোমেট
১২) কোন দুটি গ্যাসের মিশ্রণের বিক্রিয়ায় একটি
কঠিন পদার্থ পাওয়া যায়?
উ: - NH3
+ HCl
১৩) একটি মৌলের নাম লেখো।
উ: - আয়োডিন
১৪) কোন দুটি পদার্থের বিক্রিয়ায় একটি তরল
উৎপন্ন হয়?
উ: - কার্বন + সালফার
১৫) একটি মিশ্রণ পদার্থের নাম লেখো।
উ: - কয়লা
১৬) সবচেয়ে হালকা ধাতুর নাম লেখো।
উ: - লিথিয়াম
১৭) কোন্ মৌলের উপস্থিতিতে পানীয় জল বিষাক্ত
হয়?
উ: - আর্সেনিক
১৮) কি কারণে অ্যাসিটিলিন বিয়োজিত হয়ে কার্বন
ও হাইড্রোজেন গ্যাসে পরিণত হয়?
উ: - শব্দ
১৯) মোমের মত নরম অধাতু-র নাম কি?
উ: - ফসফরাস (সাদা)
২০) অ্যামোনিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম
ক্লোরাইডের পার্থক্য নিরূপণের জন্য কোন পদার্থ ব্যবহার করবে?
উ: - সোডিয়াম হাইড্রক্সাইড
২১) ন্যাপথলিন ও বালির মিশ্রণকে কোন পদ্ধতির
সাহায্যে পৃথক করা হয়?
উ:- উর্ধ্বপাতন পদ্ধতি
২২) রাসায়নিক পরিবর্তনে পদার্থের কোন গঠনের
পরিবর্তন হয়?
উ: - অণু
২৩) শ্বেত ফসফরাস এবং আয়োডিনের বিক্রিয়ার কারণ
কি?
উ: - স্পর্শ
২৪) কালির মধ্যস্থ বর্ণগুলিকে পৃথক করার
পদ্ধতির নাম কি?
উ: - ক্রোমোটোগ্রাফি
২৫) মিথেন ও ক্লোরিন গ্যাসের বিক্রিয়া কার
উপস্থিতিতে সম্ভব নয়?
উ: - সূর্যালোক
২৬) একটি জলাকর্ষী পদার্থের নাম লেখো।
উ: - ঘন H2SO4
২৭) খড়কে বায়ুতে পোড়ানো হল - এটি কি ধরনের
পরিবর্তন?
উ: - রাসায়নিক পরিবর্তন
২৮) কোন বিক্রিয়াতে অনুঘটকের মোট ভর বিক্রিয়ার
আগে ও পরে কেমন থাকে?
উ: - সমান
২৯) দুটি ধাতুকল্পের নাম লেখো।
উ: - আর্সেনিক (As) এবং
অ্যান্টিমনি (Sb)
৩০) সবচেয়ে ভারী অধাতুর নাম কি?
উ: - আয়োডিন
৩১) সবচেয়ে হালকা অধাতুর নাম কি?
উ: - হাইড্রোজেন
৩২) একটি তরল ধাতুর নাম লেখো
উ: - পারদ
৩৩) সবচেয়ে হালকা ধাতুর নাম কি?
উ: - লিথিয়াম
৩৪) লোহায় মরচে পড়া কি ধরনের বিক্রিয়া?
উ: - ধীরগতি বিক্রিয়া
৩৫) সোডিয়াম হাইড্রক্সাইডের জলীয় দ্রবণে
হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ-কি ধরনের বিক্রিয়া?
উ: - দ্রুতগতি বিক্রিয়া
৩৬) নিষ্ক্রিয় গ্যাস এর অপর নাম কি?
উ: - নোবেল (Noble) গ্যাস
বা বিরল গ্যাস (Rare gases)
৩৭) কয়টি নোবেল গ্যাস পাওয়া যায়?
উ: - ছয়টি
৩৮) ছয়টি বিরল গ্যাসের নাম কি?
উ: - হিলিয়াম (He), নিয়ন (Ne), আরগন (Ar), ক্রিপটন
(Kr), জেনন (Xe) এবং
রেডন (Rn)
৩৯) সিজিয়ামের গলনাঙ্ক কত?
উ: - ২৮.৫° সেন্টিগ্রেড
(28. 5°C)
৪০) গ্যালিয়ামের গলনাঙ্ক কত?
উ: - ২৯.৭৮° সেন্টিগ্রেড
(29.78°C)
৪১) একটি তরল অধাতুর নাম লেখো।
উ: - ব্রোমিন
৪২) কয়েকটি গ্যাসীয় অধাতুর নাম লেখো।
উ: - H2,
O2, Cl2
৪৩) অধাতু সাধারণত কি ধরণের পদার্থ?
উ: - জারক পদার্থ
৪৪) এমন একটি অধাতুর নাম লেখো যেটি বিজারক
পদার্থ।
উ: - H2
৪৫) দুটি কঠিন অধাতুর নাম লেখো।
উ: - সালফার, কার্বন
৪৬) তাপ ও তড়িতের সুপরিবাহী ধাতুর নাম কি?
উ: - গ্রাফাইট এবং গ্যাস কার্বন
৪৭) কয়েকটি বিশুদ্ধ পদার্থের নাম লেখো।
উ: - অক্সিজেন, পারদ, জল
৪৮) কয়েকটি মিশ্র পদার্থের নাম লেখো।
উ: - দ্রবণ এবং বালি ও লোহাচুরের মিশ্রণ
৪৯) মিথাইল অ্যালকোহল-এর স্ফুটনাঙ্ক কত?
উ: - ৬৪.৫° সেন্টিগ্রেড
(65.5°C)
৫০) একটি তড়িৎ ধনাত্মক অধাতুর নাম লেখো।
উ: - হাইড্রোজেন
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন