১) সম্রাট কনিষ্কের চিকিৎসক কে ছিলেন ?
উ:-চরক
২) পেনিমিলিন কে আরিষ্কার করেন ?
উ:
-আলেকজান্ডার ফ্লেমিং
৩) গঙ্গার ওপর প্রথম বাঁধ তৈরী হয় কোন বছর ?
উ:
-১৮০৯ সালে (হরিদ্বার)
৪) কে সর্বপ্রথম বয়কট-এর আহ্বান জানান ?
উ:
-কৃষ্ণকুমার মিত্র
৫) মায়ানমারের দীঘতম নদীটির নাম কি?
উ:
-ইরাবতী
৬) অতীতের কোন শিক্ষা প্রতিষ্ঠান আজকের যাদবপুর
বিশ্ববিদ্যালয়?
উ:- জাতীয়
শিক্ষাপরিষদ
৭) বিশ্বের সবচেয়ে প্রাচীনতম রাজতন্ত্র কোনটি ?
উ:- জাপান
৮) ‘মিলন মন্দির’কে প্রতিষ্ঠা করেন?
উ:
-আনন্দমোহন বসু
৯) "মোগল যুগের"' শ্রেষ্ঠ কবি কে ছিলেন?
উ: -
তুলসী দাস
১০) পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন?
উ:-
প্রফুলচন্দ্র ঘোষ
১১) লক্ষণসেনের সভাকবির নাম কি ছিল?
উ:-
কবি জয়দেব
১২) অণুবীক্ষণ যন্ত্র কে আবিষ্কার করেন?
উ:-
জেড জ্যানসেন
১৩) বিদ্যাসাগর কটি বালিকা বিদ্যালয় স্থাপন
করেন?
উ:-
৩৫টি
১৪) পাকিস্তানের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
উ:-
মহম্মদ আলি জিন্নহ
১৫) ঝাঁসির রানী লক্ষ্মীবাঈয়ের প্রকৃত নাম কি?
উ:-
মণিকর্ণিকা
১৬) সম্মিলিত জতিপুঞ্জ কত খ্রিষ্টাব্দে
প্রতিষ্ঠিত হয়?
উ:-
১৯৪৫ খ্রিষ্টাব্দে
১৭) কোন বিজ্ঞানী প্রথম ব্লাড গ্রুপ আবিষ্কার
করেন ?
উ:-
কে. ল্যান্ড স্টেইনার
১৮) কোথায় পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি
বৃষ্টিপাত হয়?
উ:-
মৌসিনরামে
১৯) হাইড্রোজেন গ্যাসের আবিষ্কারক কে?
উ:- হেনরি
ক্যাভেন্ডিস
২০) গ্রেট ব্রিটেনের প্রথম প্রধানমন্ত্রীর নাম
কি?
উ:- রবার্ট
ওয়ালপোল
২১) ইবনবতুতার প্রকৃত নাম কি?
উ:-
আবদুল্লাহ মহম্মদ
২২) সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে?
উ:-
মঙ্গল পাণ্ডে
২৩) কোন গুপ্ত সম্রাট ‘কবিরাজ’ নামে
খ্যাত ?
উ:-
সমুদ্রগুপ্ত
২৪) বাংলার প্রথম নির্বাচিত রাজা কে?
উ:- গোপাল
২৫) সবচেয়ে ভঙ্গুর ধাতুটির নাম কি?
উ:-
বিসমাথ
২৬) জাপানের শিক্ষিতের হার শতকরা কত জন?
উ:- ৯৯
জন
২৭) আলোর আলো কোন গ্যাস?
উ:-
মিথেন
২৮) কে রামায়ণ ইংরাজীতে অনুবাদ করেন?
উ:- উইলিয়াম
কেরি
২৯) পেট্রোলের রাসায়নিক নাম কি?
উ:-
গ্যাসোলিন
৩০) রাজরাজ কোন ধর্মানুরাগী ছিলেন?
উ:-
শৈব
৩১) কলকাতায় মাদ্রাসা কে প্রতিষ্ঠা করেন?
উ:-
ওয়ারেন হেস্টিংস
৩২) সংবাদ প্রভাকরের সম্পাদক কে ছিলেন?
উ:- ঈশ্বরচন্দ্র
গুপ্ত
৩৩) কোন শহরকে "প্রচ্যের ডাণ্ডি" বলা
হয়?
উ:-
নারায়ণগঞ্জ (অধুনা বাংলাদেশ)
৩৪) কোন শহরকে "জাঁকজমকের শহর" বলা
হয়?
উ:-
নিউইয়ার্ক
৩৫) পৃথিবীতে প্রথম হাসপাতাল স্থাপন করেন কে?
উ:-
সম্রাট অশোক
৩৬) কে ‘নীলদর্পণ’ নাটক
ইংরাজীতে অনুবাদ করেন?
উ:-
মাইকেল মধুসূদন দত্ত
৩৭) আজাদ হিন্দ ফৌজের প্রথম সভাপতি কে ছিলেন?
উ:-
রাসবিহারী বসু
৩৮) মানবদেহে সবচেয়ে ক্ষুদ্র অস্থির নাম কি?
উ:-
ইনকাস
৩৯) জাতীয় সাবান কারখানা কে গড়ে তোলেন?
উ:- ড.
নীলরতন সরকার
৪০) প্রাচীনকালে বাংলার নাম কি ছিল?
উ:-
গৌড়
৪১) জোসেফ ফ্রাঁসোয়া ডুপ্লেক্স (ডুপ্লে)
কে ছিলেন?
উ:- পন্ডিচেরীর
ফরাসি শাসনকর্তা
৪২) আধুনিক কার্টুনের জনক কে?
উ:-
উইলিয়াম হোগার্থ
৪৩) কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পাড়ে?
উ:-
তিমি
৪৪) কোন দেশ প্রথম মহিলাদের ভোটাধিকার দেয়?
উ:-
নিউজিল্যান্ড
৪৫) সর্বপ্রথম কোন বিদেশি দূত ভারতে আসেন?
উ:- মেগাস্থিনিস
৪৬) মহাভারতের বঙ্গানুবাদ কে করেন?
উ:-
কবি পরমেশ্বর
৪৭) ‘গদর পার্টি’ কে
প্রতিষ্ঠা করেন?
উ:-
লালা হরদয়াল
৪৮) ‘ইন্টারপোল’ কি?
উ:- ১৮৬টি
দেশের পুলিশ সংগঠন
৪৯) পিঁপড়ের হুলে কি অ্যাসিড থাকে?
উ:-
ফরমিক অ্যাসিড
৫০) ‘বুলি’ শব্দটি
কোন খেলার সঙ্গে যুক্ত?
উ:- হকি
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন