সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩

সাধারণ জ্ঞানের ৫০টি প্রশ্ন-উত্তর, পর্ব-১

 


১) মোহিনীআট্টম কোন রাজ্যের নৃত্যকলা?



উ:-কেরালা



২) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কবে ইন্ডিয়ান
অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন?



উ:- ১৮৭৬
সালে



৩) তানসেনের প্রকৃত নাম কি?



উ:- রামতনু
পাঁড়ে



৪) 'কুণিক' উপাধি নেন কোন রাজা?



উ:- অজাতশত্রূ



৫) উদ্ভিদের ফুল ফোটাতে সাহায্য করে কোন হরমোন?



উ:- ফ্লোরিজেন



৬) আইলেট অব ল্যাঙ্গারহ্যান্স গ্রন্থি কোথায় অবস্থিত?



উ:- অগ্ন্যাশয়



৭) নীল নদ কোন সাগরে পতিত হয়েছে?



উ:- ভূমধ্যসাগরে



৮) গডউইন অস্টিন বা K2 কোন পর্বত শ্রেণীর অন্তর্গত?



উ:- কারাকোরাম



৯) জৈন সাহিত্য কোন ভাষায় লেখা?



উ:- অর্ধ-মাগধী
বা প্রাকৃত ভাষায়



১০) মারাঠা বংশের প্রতিষ্ঠাতা কে?



উ:- শিবাজী
ভোঁসলে



১১) চাঁদের আলো পৃথিবীতে পৌঁছাতে কত সময় লাগে?



উ:- ১.৩
সেকেণ্ড



১২) লুসাই কোন অঞ্চলের উপজাতি?



উ:- ত্রিপুরা



১৩) কোন হরমোনের কম ক্ষরণে শিশুদের রিকেট রোগ হয়?



উ:- ক্যালসিফেরল



১৪) ঋগ্বেদ অনুসারে ঝড়ের দেবতা কে?



উ:- রুদ্র



১৫) কোন গ্রহকে নীল গ্রহ বলা হয়?



উ:- পৃথিবী



১৬) নন্দনের উদ্বোধন কে করেন?



উ:- ১৯৮৫
সালে সত্যজিৎ রায়



১৭) কিং জোগ কোন দেশের রাজা ছিলেন?



উ:- আলবানিয়া



১৮) জেমস বন্ডের প্রথম বইয়ের নাম কি?



উ:- ১৯৫৯
সালের ক্যাসিনো রয়্যাল



১৯) The Pied Piper of Hamelin এক বিশ্বখ্যাত
কিংবদন্তি সাহিত্য। হ্যামলিন কোথায় অবস্থিত?



উ:- জার্মানি



২০) কোন হরমোন চিংড়ির দেহের রং পরিবর্তনে সাহায্য
করে?



উ:- সোমাটো
কেরোট্রফিন হরমোন



২১) জাতীয় কংগ্রেসের ইতিহাসে জর্জ ইউল কি কারণে
বিখ্যাত?



উ:- ১৮৮৮সালে
কংগ্রেসের প্রথম বিদেশি সভাপতি



২২) এল নিনো ঝড় কোন মহাসমুদ্রে দেখা যায়?



উ:- প্রশান্ত
মহাসাগর



২৩) ওয়াল্ট ডিজনি এখনো পর্যন্ত কতবার অস্কার পেয়েছেন?



উ:-২২বার



২৪) ফরাসি স্থপতি লে করবুসিয়েঁ ভারতের কোন শহরের
নক্সা করেন?



উ:- চণ্ডীগড়



২৫) বিদেশি নিয়ন্ত্রণ আইন(FERA) কত সালে বলবৎ হয়?



উ:- ১৯৭৩
সালে



২৬) বিশ্ববিখ্যাত চলচ্চিত্র সিটিজেন কেন-এর পরিচালক কে?



উ:- অরসন
ওয়েলস



২৭) War
is the business of barbarians
বিখ্যাত
উক্তিটি কার?



উ:- নেপোলিয়ন



২৮) জহর রোজগার যোজনা কোন পরিকল্পনায় প্রবর্তিত
হয়?



উ:- সপ্তম



২৯) জিম্বাবোয়ের পূর্ব নাম কি ছিল?



উ:- রোডেশিয়া



৩০) হামাদা কি?



উ:- শিলাময়
মরুভূমি



৩১) রেটিনায় বড় কোষের সংখ্যা কত?



উ:- প্রায়
পঁয়ষট্টি লক্ষ



৩২) ভারতের বৃহত্তম হিমবাহ কোনটি?



উ:- কারাকোরাম
পর্বতের সিয়াচেন হিমবাহ



৩৩) দর্শন ও শ্রবণ অনুভূতি নিয়ন্ত্রণ করে কোন স্থান?



উ:- মেটাথ্যালামাস



৩৪) বিশ্বের প্রথম কোন অভিনেতা অস্কার নিতে অস্বীকার
করে?



উ:- জর্জ
ক্যাম্পবেল স্কট
প্যাটন(১৯৭০) সিনেমার জন্য



৩৫) ত্বকের অভ্যন্তরীণ স্তরকে কি বলে?



উ:- ডারমিস
বা এন্ডোডারমিস



৩৬) নীলরতন সরকার মেডিক্যাল কলেজ এর পূর্ব নাম কি
ছিল?



উ:- ক্যাম্পবেল
মেডিকেল স্কুল



৩৭) আরশোলার বিশেষ ইন্দ্রিয় কোনটি?



উ:- শুঁড়



৩৮) কাকে ভারতের বিসমার্ক বলা হয়?



উ:- সর্দার
বল্লভভাই প্যাটেলকে



৩৯) ড্যাম্পিয়ার
হজেস
রেখা কি?



উ:- সুন্দরবনের
উত্তর সীমারেখা



৪০) আগ্রার
অন্ধপক্ষী
নামে
কে পরিচিত?



উ:- কবি
সুরদাস



৪১) কত সালে কোচবিহারের রাজা সিঞ্চুলা চুক্তি অনুযায়ী
বক্সা দুর্গ ব্রিটিশদের হাতে তুলে দেন?



উ:-১১ নভেম্বর,
১৮৬৫ সালে



৪২)  একমাত্র
কোন মার্কিন রাষ্ট্রপতি কোনাও বিরোধিতা ছাড়াই নির্বাচিত হন?



উ:- জর্জ
ওয়াশিংটন



৪৩) মানবদেহের সবচেয়ে ছোট অস্থি কি?



উ:- স্টেপিস



৪৪) ১৯৩০ সালে চট্টগ্রামে মাস্টারদা সূর্য সেন যে
সরকার গঠন করেন, তার নাম কি?



উ:- ভারতীয়
প্রজাতান্ত্রিক সরকার



৪৫) সানফ্রান্সিসকো শহরের গোল্ডেন গেট ব্রিজের আদলে
পশ্চিমবঙ্গের কোন সেতু নির্মিত?



উ:- দ্বিতীয়
হুগলি সেতু



৪৬) এরউইন যোহান রোমেল কী নামে অধিক পরিচিত?



উ:- দ্য
ডেজার্ট ফক্স



৪৭) হলদিঘাটের যুদ্ধ (১৫৭৬) কাদের  মধ্যে হয়েছিল?



উ:- মুঘল
সম্রাট আকবর ও মহারানা প্রতাপ



৪৮) পশ্চিমবঙ্গের কোন কোন জেলার ওপর দিয়ে কর্কটকান্তি
রেখা গিয়েছে?



উ:- নদিয়া,
বাঁকুড়া, বর্ধমান ও পরুলিয়া



৪৯) দ্বিতীয়
অশোক
কাকে বলা হয়?



উ:- কণিষ্ক



৫০) পাদশাহনামা কার শাসনকালে কে লিখেছিলেন?



উ:- শাহজাহানের
রাজত্বকালে আব্দুল হামিদ লাহোরি

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন