বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩

জীবনবিজ্ঞান-এর বংশগতি অধ্যায় থেকে ৫০টি প্রশ্ন ও উত্তর

 বিষয়:- জীবনবিজ্ঞান

অধ্যায়:- বংশগতি

বংশগতিতে অবদানকারী বিজ্ঞানী

গ্রেগর জোহান মেন্ডেল ছিলেন একজন ধর্মযাজক। ১৮২২ খ্রিষ্টাব্দে অস্ট্রিয়ায় তাঁর জন্ম হয়। তিনি বংশগতি-সংক্রান্ত দুটি মৌলিক সূত্র (পৃথকভবক সূত্র ও স্বাধীন বন্টনের সূত্র) প্রবর্তন করেন। তাঁর আবিষ্কৃত তথ্যসমূহের ওপর ভিত্তি করে জিনতত্ত্বের সৃষ্টি হওয়ায় মেন্ডেলকে জিনতত্ত্বের জনক বলা হয়। ১৮৮৪ খ্রিস্টাব্দে এই মহান বিজ্ঞানীর মৃত্যু হয়।

৫০টি প্রশ্ন ও উত্তর

১) বংশগতির জনক কাকে বলে?

উ:- মেন্ডেল-কে

২) মেন্ডেল-এর আবিষ্কৃত সূত্রটি কি নামে পরিচিত?

উ:- মেন্ডেলবাদ নামে

৩) একটি সংকর জাতের গরুর নাম বল।

উ:- জার্সি-শাহীওয়াল

৪) বিশুদ্ধ বেঁটে গাছের জিনোটাইপ কি?

উ:- tt

৫) বংশগতিতে বিপরীতধর্মী যুগ্ম বৈশিষ্ট্যকে কি বলে?

উ:- অ্যালিল

৬) মেন্ডেল তাঁর পরীক্ষার জন্য মটরগাছে কত জোড়া বৈশিষ্ট্য নির্বাচন করেছিলেন?

উ:- সাত জোড়া

৭) জীবদেহের প্রধান জেনেটিক পদার্থ কি?

উ:- DNA

৮) জিন কথাটি প্রথম কে ব্যবহার করেন?

উ:- জোহানসেন

৯) বংশগতির একক কি?

উ:- জিন

১০) কোন বিজ্ঞানীর নাম জেনেটিক্সের সঙ্গে জড়িত?

উ:- হরগোবিন্দ খোরানা

১১) মটরগাছের ক্ষেত্রে প্রকট বৈশিষ্ট্যটি কি?

উ:- হলুদ বীজপত্র

১২) খাঁটি জীব সবসময়ই কি ধরণের হয়?

উ:- হোমোজাইগাস

১৩) যে নাইট্রোজেনযুক্ত বেসটি DNA-তে থাকে না, সেটি কোনটি?

উ:- ইউরাসিল

১৪) যে নাইট্রোজেনযুক্ত বেসটি RNA-তে থাকে না, সেটি কোনটি?

উ:- থাইমিন

১৫) মেন্ডেলের পৃথকীকরণ সূত্রটি কি পরীক্ষা থেকে প্রাপ্ত?

উ:- একসংকর

১৬) একটি বংশগত রোগের নাম লেখো।

উ:- হিমোফিলিয়া

১৭) মেন্ডেলের একসংকর জননে উৎপন্ন ১:২:১ অনুপাতকে কি অনুপাত বলে?

উ:- জিনোটাইপ-এর

১৮) প্রথম অপত্য বংশে যে-বৈশিষ্ট্যটি প্রকাশ পায়, তাকে কি বৈশিষ্ট্য বলে?

উ:- প্রকট

১৯) কোনো জীবের নির্দিষ্ট বৈশিষ্ট্যাবলির বাহ্যিক প্রকাশকে কি বলে?

উ:- ফিনোটাইপ

২০) কি কারণে মটর ফুলে স্ব-পরাগযোগ ঘটে?

উ:- উভলিঙ্গ

২১) কাকে বংশগতির ধারক ও বাহক বলে?

উ:- DNA

২২) প্রকট ও প্রচ্ছন্ন উভয় বৈশিষ্ট্যসম্পন্ন জীবকে কি বলে?

উ:- সংকর

২৩) মেন্ডেলের একসংকর জননে ৩:১ অনুপাতকে কি অনুপাত বলে?

উ:- ফিনোটাইপ-এর

২৪) জীবের জিন সম্বন্ধীয় বৈশিষ্ট্য যা বংশানুক্রমে সঞ্চারিত হয়, তাকে কি বলে?

উ:- জিনোটাইপ

২৫) পিতামাতার যে-গুণটি অপত্যে প্রকাশিত হয় তাকে কি গুণ বলে?

উ:- প্রকট

২৬) কোনো জীবের জিনোটাইপ নির্ধারণের জন্য যে-পরীক্ষা করা হয়, তাকে কি বলে?

উ:- টেস্ট ক্রস

২৭) মেন্ডেলের বংশগতির প্রথম সূত্রটি কি সূত্র নামে পরিচিত?

উ:- পৃথকীভবনের

২৮) মেন্ডেলের বংশগতির দ্বিতীয় সূত্রটি কি সূত্র নামে পরিচিত?

উ:- স্বাধীন বন্টন

২৯) পিতামাতার যে-গুণটি অপত্যে অপ্রকাশিত থাকে, তাকে কি গুণ বলে?

উ:- প্রচ্ছন্ন গুণ

৩০) মটরগাছের ফুল কি লিঙ্গ?

উ:- উভলিঙ্গ

৩১) মেন্ডেলের একসংকর জননের পরীক্ষায় কি জনুকে P সংকেত দ্বারা চিহ্নিত করা হয়?

উ:- জনিতৃ

৩২) মেন্ডেল বিশুদ্ধ দীর্ঘাকার ও বিশুদ্ধ খর্বাকার মটরগাছের মধ্যে কি পরাগযোগ ঘটিয়েছিলেন?

উ:- ইতর

৩৩) বংশগতির ধারক ও বাহক কি?

উ:- জিন

৩৪) মেন্ডেলের পরীক্ষায় TT বলতে কি বোঝায়?

উ:- বিশুদ্ধ লম্বা মটরগাছের জিনোটাইপ

৩৫) মেন্ডেলের পরীক্ষায় tt বলতে কি বোঝায়?

উ:- বেঁটে মটরগাছের জিনোটাইপ

৩৬) মেন্ডেলের পরীক্ষায় Tt বলতে কি বোঝায়?

উ:- সংকর লম্বা মটরগাছের জিনোটাইপ

৩৭) দুটি বংশগত রোগের নাম বল।

উ:- বর্ণান্ধতা ও হিমোফিলিয়া

৩৮) বেশি মাংস পাওয়া যায় এমন একটি মুরগির নাম লেখো।

উ:- ব্রয়লার

৩৯) জীবের বাহ্যিক বৈশিষ্ট্যকে কি বলে?

উ:- ফিনোটাইপ

৪০) বংশগতিতে একটি প্রকট গুণের উদাহরণ দাও।

উ:- লম্বা মটরগাছের লম্বা গুণটিই হল প্রকট গুণ।

৪১) জাইগোটে জীবের বৈশিষ্ট্যকে কি বলে?

উ:- জিনোটাইপ

৪২) একসংকর পরনিষেকে ফিনোটাইপের অনুপাত কত?

উ:- ৩:১

৪৩) একসংকর পরনিষেকে জিনোটাইপের অনুপাত কত?

উ:- ১:২:১

৪৪) জীবদেহের প্রধান জেনেটিক পদার্থ কি?

উ:- DNA বা ডি-অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড

৪৫) DNA-বিহীন ভাইরাসের জেনেটিক পদার্থ কি থাকে?

উ:- RNA বা রাইবো নিউক্লিক অ্যাসিড

৪৬) DNA এবং RNA-র সুনির্দিষ্ট বিন্যাসকে কি বলে?

উ:- জেনেটিক কোড (Genetic code)

৪৭) জেনেটিক্স কাকে বলে?

উ:- জীববিজ্ঞানের যে-শাখায় জিন ও বংশগতি-সংক্রান্ত বিষয় নিয়ে চর্চা হয়, তাকেই জেনেটিক্স বলে।

৪৮) যে তিনজন বিজ্ঞানী মেন্ডেলের আবিষ্কৃত তথ্যের পুনরাবিষ্কার করেন তাদের নাম লেখো।

উ:- হল্যান্ডের দ্য ভ্রিস, জার্মানির কোরেন্স, অস্ট্রিয়ার শেরম্যাক (De Vries, Correns and Tschermak)

৪৯) মানুষের অটোজোম-বাহিত একটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কি?

উ:- শ্বেতী বা অ্যালবিনিজম্‌

৫০) জিনতত্ত্বের জনক কে?

উ:- গ্রেগর জোহান মেন্ডেল

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন