শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩

বিশ্ব সম্পর্ক বা বিশ্বায়ান ধারণার উদ্ভব হল কিভাবে?

 অন্তর্জাতিক
সম্পর্ক



বহু
প্রাচীনকালে চিনের দার্শনিক মেনসিয়াস
, ভারতের
কৌটিল্য ও ইতালির দার্শনিক মেকিয়াভেলির রচনায় আন্তর্জাতিক সম্পর্কের বিষয়ে
উল্লেখ দেখতে পাওয়া যায়। প্রথম বিশ্বযুদ্ধের পরে আন্তর্জাতিক সম্পর্কের
পর্যালোচনা গুরুত্ব লাভ করে। বস্তুত
, দ্বিতীয়
বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক সম্পর্ক একটি স্বতন্ত্র পাঠ্যবিষয় হিসেবে প্রতিষ্ঠা
পায় এবং আন্তর্জাতিক সম্পর্কের তত্ত্বগত আলোচনার সূত্রপাত ঘটে।



আন্তর্জাতিক
সম্পর্ক একটি দ্রুত পরিবর্তনশীল বিষয়। ঠাণ্ডা লড়াইয়ের পরবর্তী যুগে একক
মহাশক্তিধর রাষ্ট্র হিসেবে মার্কিনি আধিপত্য
, সম্মিলিত
জাতিপুঞ্জের নিষ্ক্রিয়তা
, নয়া-বিশ্বব্যবস্থায়
বিশ্বায়নের প্রভাব
, বিশ্ববাণিজ্য
সংস্থার প্রতিপত্তি
, জাতীয়
রাষ্ট্রের সার্বভৌমিকতার সাবেকি সংজ্ঞার আমূল পরিবর্তন ইত্যাদির ফলে বর্তমানে
আন্তর্জাতিক সম্পর্কের প্রকৃতি এক নতুন যুগসন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে।



আন্তর্জাতিক
সম্পর্কের মুখ্য ধারণাগুলির মধ্যে রয়েছে জাতীয় শক্তি বা ক্ষমতা
, জাতীয় স্বার্থ, জোটনিরপেক্ষতা ও বিশ্বায়ন।
আন্তর্জাতিক ক্ষেত্রে শক্তি বা ক্ষমতার ভূমিকা প্রধান। বর্তমানে আন্তর্জাতিক
রাজনীতিতে শক্তি বা ক্ষমতা একটি কেন্দ্রীয় ধারণারূপে প্রতিষ্ঠিত হয়েছে। বিশ্বের
বিভিন্ন রাষ্ট্রকে অতিবৃহৎ শক্তি
, বৃহৎ
শক্তি
, মাঝারি
শক্তি
, ক্ষুদ্র
শক্তি ইত্যাদি রূপে বিভক্ত করা হয়। অবশ্য আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা শক্তি বা
ক্ষমতা বলতে শুধুমাত্র সামরিক ক্ষমতাকে বোঝাতে চাননি। জাতীয় শক্তি বা ক্ষমতার মতো
জাতীয় স্বার্থের বিষয়টিও গুরুত্বপূর্ণ। প্রতিটি রাষ্ট্রের পররাষ্ট্রনীতি জাতীয়
স্বার্থকে ভিত্তি করে গড়ে ওঠে। অন্যদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে
যুদ্ধোত্তর বিশ্বে তৃতীয় বিশ্বের দেশগুলিকে নিয়ে যে জোটনিরপেক্ষ আন্দোলন গড়ে
ওঠে তা বর্তমান একমেরু বিশ্বে অনেকটাই তাৎপর্যহীন। পরিবর্তিত দুনিয়ায়
জোটনিরপেক্ষ আন্দোলন নতুন ভূমিকায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছে। আজকের যুগকে
অনেকে বিশ্বায়নের যুগ বলে চিহ্নিত করার পক্ষপাতী। বিশ্বায়ন কোনো নতুন ধারণা না
হলেও ১৯৯১ সালের পরে ঠান্ডা লড়াইমুখ দুনিয়ায় তার নতুন প্রয়োগ শুরু হয়েছে।



Trygve Mathiesen [Methodology in the study of
International Relations
]



International Relations embraces all kinds of relations
traversing state boundaries; no matter whether they are of an economic, legal,
political or any other character, whether they be private or official.

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন