ভারত
কি সত্যই ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র?
যদি
আমরা নিরপেক্ষ কথাটিকে বিশ্লেষণ করি তার অর্থ হল কোন কিছুর
প্রতি পক্ষপাতিত্ব করবো না অর্থাৎ এমন
কিছু নীতি বা নিয়ম বা
কর্তব্য ঠিক করবো যা সমস্ত মানুষকে
বা প্রতিষ্ঠানকে মানতে হবে।কিন্তু ভারতের সংবিধানকে যদি লক্ষ্য করা যায় তাহলে ভারতকে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের বদলে বহু ধার্মিক রাষ্ট্র বলতে পারি। তার কারণ শুধু যদি বৈবাহিক আইনের কথাই বলা হয় তাহলে সেখানে
দেখা যায় আলাদা আলাদা ধর্মের জন্য আলাদা আলাদা আইন রয়েছে ভারতের সংবিধানে। কিন্তু ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবে এমনটা হওয়া উচিত নয়। এখনে ভারতীয় সংবিধানে একটি-ই বৈবাহিক আইন থাকা উচিত ছিল কিন্তু তা পরিলক্ষিত হয়
না। তাই আর ধর্মনিরপেক্ষ বলা
যায় না। এছাড়াও জমি সংক্রান্ত আইনেও ধর্মের প্রভাব লক্ষ্য করা যায় বিশেষ কয়েকটি ক্ষেত্রে।
শুধু
জমি বা বৈবাহিক বিষয়
নয় সমাজের প্রতি ক্ষেত্রের জন্য ভারতবর্ষে যে আইন রয়েছে
তাতে ধর্মিক প্রভাব স্পষ্ট বিরাজ করছে। যদি ভারতবর্ষকে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হিসাবে গ্রহণ করতে হয় তবে কেন
ভারতবর্ষে একই দিনে দুটি ধর্মের অনুষ্ঠান যদি অনুষ্ঠিত হয় তবে একটি
ধর্মের ধার্মিক অনুষ্ঠানকে বিরত রাখবার জন্য সরকারি ভাবে আদেশ জারি করা হয়?
যেহেতু
আমরা যুক্তরাষ্ট্রীয় শাসনব্যবস্থায় থাকি তাই কোন রাজ্য সরকার যদি এমন নিয়ম জারি করে কেন্দ্র সরকার এর বিরুদ্ধে কোন
ব্যবস্থা নেয় না, অন্যদিকে ভারতীয়সংবিধানেও এর কোন প্রাবধান
বলা নেই। আবার যদি কোন নির্দিষ্ট ধার্মিক মানুষদের বিশেষ অনুদান দেওয়া হয় সেক্ষেত্রেও কিন্তু
ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা নষ্ট হয়। আবার আমরা এও দেখেছি নির্দিষ্ট
একটি ধর্মের ধার্মিক স্থানে প্রত্যেকদিন মাইক বাজানো সরকারিভাবে নিষিদ্ধ করা হয়, যখন তা আগে নিষিদ্ধ
ছিল না অথবা ধার্মিক
স্থানে মাইন বাজানো সংক্রান্ত কোন আইন ভারতবর্ষে নেই। তবু এই নিয়ম জারি
করা হল সরকারি ভাবে।
এক্ষেত্রেও রাজ্য সরকারের নিয়মের বিরুদ্ধে কেন্দ্র সরকার কোন ব্যবস্থা গ্রহণ করেনি।
সুতরাং
এর থেকে স্পষ্ট বোঝা যায় যে ধর্মনিরপেক্ষতার দিক নজর
রেখে ভারতবর্ষের সংবিধান লেখা হয়নি। ভারতবর্ষ স্বাধীন হবার মুহূর্তে সেই সময় বিভিন্ন ধর্মে প্রচলিত সমাজিক নিয়মশৃঙ্খলার দিক নজর রেখে সংবিধান লেখা হয়েছিল। তবে সেই সময় ভারতবর্ষকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলে ঘোষণা করা হয়েছিল তার কারণ একটাই ছিল পাকিস্তান নিজেদের ধার্মিক রাষ্ট্র হিসাবে ঘোষণা করেছিল। তার ফলে হিন্দু ও মুসলমান দুই
বৃহত্তম ধর্মালম্বী মানুষের মধ্যে সংঘর্ধ শুরু হয়। সেজন্য সেই সময় ভারতীয় রাজনীতিবিদ্রা ভারতবর্ষকে ধর্মনিরপেক্ষ
রাষ্ট্র হিসাবে ঘোষণা করেছিল।
তাই
আমরা একথা বলতেই পারি যে ভারত ধর্মনিরপেক্ষ
রাষ্ট্র নয়, বহুধার্মিক রাষ্ট্র বা বহু ধর্মালম্বী
রাষ্ট্র। এ সম্পর্কে আপনাদের
কি অভিমত???
আরো জানুন:-
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন