শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩

পৃথিবীতে কয়টি রাজনৈতিক ধারণা রয়েছে?

 

বিশ্বের
প্রধান রাজনৈতিক মতাদর্শ



ডেভিড
ইস্টন তাঁর
The Political System গ্রন্থে
সাধারণভাবে রাজনৈতিক দর্শনের আলোচনাকে রাজনৈতিক তত্ত্ব বলে অভিহিত করেছেন। ইস্টন
রাজনৈতিক তত্ত্বকে মূল্যবোধযুক্ত তত্ত্ব (
Value
Theory)
এবং সাময়িক তত্ত্ব (Casual Theory) এই দুভাগে বিভক্ত
করেছেন। সনাতন রাজনৈতিক তত্ত্বগুলি তাদের রাজনৈতিক আলোচনাকে মূল্যবোধযুক্ত করে
উপস্থাপিত করে। অন্যদিকে
, যেসব
রাজনৈতিক তত্ত্ব শুধুমাত্র বিভিন্ন ধরনের রাজনৈতিক ঘটনার মধ্যেকার সম্পর্ক নিয়ে
আলোচনা করে
, সেখানে
সাময়িক তত্ত্ব গড়ে ওঠে।



প্রধান
রাজনৈতিক মতাদর্শরূপে যেগুলি তুলে ধরা হয়েছে সেগুলি হল উদারনীতিবাদ
, মার্কসীয় মতবাদ, গান্ধিজির মতাদর্শ এবং
ফ্যাসিবাদ। ইংল্যান্ডে সপ্তদশ শতাব্দীতে উদারনীতিবাদের উদ্ভব ঘটে। রাষ্ট্রীয়
কর্তৃত্ববাদের বিরুদ্ধে ব্যক্তিস্বাধীনতার নীতি প্রতিষ্ঠা হল উদারনৈতিক মতাদর্শের
মূল বক্তব্য। অন্যদিকে মার্কসীয় মতবাদ হল চিরাচরিত রাজনৈতিক মতাদর্শের জগতে
সর্বাধুনিক গুরুত্বপূর্ণ সংযোজন। জার্মান দর্শন
, ব্রিটিশ
অর্থশাস্ত্র ও ফরাসি সমাজতন্ত্র
এই
তিনটি প্রধান উৎসের ওপর ভিত্তি করে ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে গড়ে ওঠে মার্কসীয় মতবাদ।
বিংশ শতাব্দীর গোড়ার দিকে অহিংসা
, সত্যাগ্রহ, সর্বোদয় প্রভৃতিকে নিয়ে
গান্ধিজির চিন্তাধারা এক মানবতাবাদী নৈতিক মতাদর্শের জন্ম দেয়। অন্যদিকে
রাষ্ট্রসর্বস্ব ফ্যাসিবাদের উৎপত্তি ঘটে ইতালির বেনিতো মুসোলিনির হাত ধরে ১৯১৯
সালে। আগ্রাসী জাতিবিদ্বেষ
, উগ্র
জাতীয়তাবাদ ও সাম্রাজ্যবাদী লক্ষ্যের ওপর প্রতিষ্ঠিত ফ্যাসিবাদ এক সর্বনিয়ন্ত্রণবাদী
রাজনৈতিক মতাদর্শরূপে পরিচিত।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন