মহাকাশের দূরত্ব মাপার জন্য মাইল বা কিলোমিটার
একক খুবই ছোট।বিজ্ঞানীরা তাই মহাবিশ্বের দূরত্ব মাপার জন্য আলোকবর্ষ এবং পারসেক
একক ব্যবহার করেন। আলোই হল মহাবিশ্বে সবথেকে দ্রতগামী, তাই সুবিশাল দূরত্বগুলি
অপেক্ষাকৃত ভালোভাবে বোঝার জন্য আলোকবর্ষ এককটি খুবই উপযোগী। আলো এক বছরে যে
দূরত্ব অতিক্রম করে সেটিই হল এক আলোকবর্ষ।
এটি প্রায় ১ কোটি কিলোমিটারের দুগুনের সমান
আবার এক আলোকবর্ষ হল প্রায় ৩.২৫ পারসেক। আমাদের, নিকটতম
তারাগুলি থেকে আলো আসতে বেশ কয়েক বছর সময় লেগে যায়।
পৃথিবীর নিকটতম তারাটির দূরত্ব চার আলোকবর্ষের
কিছু বেশি। এর অর্থ হল, জ্যোতির্বিজ্ঞানীরা
যখন টেলিস্কোপের সাহায্যে এই তাঁরাটি দেখেন তখন তাঁরা আসলে তারাটির অতীত,অর্থাৎ চার বছর আগে তারাটির অবস্থা কীরকম
ছিল তা দেখতে পান।
বহুদূরে অবস্থিত এমন কিছু গ্যালক্সির সন্ধান
পাওয়া গেছে, যেগুলি' থেকে আলো আমাদের কাছে আসতে
প্ৰায় ১,০০০
কোটি বছর সময় নেয়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন