বিভিন্ন ঘটনার গুরুত্ব অনুধাবন করার জন্য ভারত
এবং ইউনেসকো দ্বারা জারি করা জুলাই মাসে কোন দিন কি দিবস পালন করা হয় তাই এখানে
তুলে ধরা হলো-
১লা জুলাই :-
আন্তর্জাতিক কৌতুক দিবস
জাতীয় চিকিৎসক দিবস
পশ্চিমবঙ্গের চিকিৎসক এবং দ্বিতীয়
মুখ্যমন্ত্রী ডঃ বিধান চন্দ্র রায়ের স্মরণে ১লা জুলাই সারা ভারত জুড়ে জাতীয়
চিকিৎসক দিবস পালিত হয়। তিনি ১লা জুলাই, ১৮৮২
সালে জন্মগ্রহণ করেন এবং ১৯৬২ সালে একই তারিখে মারা যান।
ভারতের পণ্য ও সেবা কর দিবস {অর্থাৎ gst}
ভারতে পণ্য ও সেবা কর বাস্তবায়নের বার্ষিকী
উপলক্ষে GST দিবস
পালিত হয়। পণ্য ও সেবা কর ১লা জুলাই ২০১৭ সালে কার্যকর করা হয়েছিল, তারপর থেকে প্রতি বছর ১লা
জুলাই জিএসটি দিবস উদযাপন করা হয়।
সনদপ্রাপ্ত হিসাবরক্ষক দিবস
১৯৪৯ সালে ইনস্টিটিউট অফ চার্টার্ড
অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া (ICAI) এর
প্রতিষ্ঠার স্মরণে সনদপ্রাপ্ত হিসাবরক্ষক অর্থাৎ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস দিবস
পালিত হয়। ভারতের পার্লামেন্ট ১৯৪৯ সালের সনদপ্রাপ্ত হিসাবরক্ষক আইন পাস করে। এর
ফলে ICAI প্রতিষ্ঠিত
হয়।
২রা জুলাই :-
বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস
বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস ১৯৯৪ সালে
ইন্টারন্যাশনাল স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (AIPS)
দ্বারা অনুষ্ঠিত হয়। দিবসটি AIPS-এর সমিতি গঠনের জন্যও উদযাপন
করা হয়। এই দিনটি বিভিন্ন ক্রীড়া মিডিয়া ব্যক্তিত্ব এবং ক্রীড়া সাংবাদিকতা
শিল্পের কৃতিত্বকে মহিমান্বিত করার জন্য পালন করা হয়।
বিশ্ব অজ্ঞাত উড়ন্ত বস্তু দিবস {অর্থাৎ UFO}
১৯৪৭ সালের ২রা জুলাই মার্কিন
যুক্তরাষ্ট্রের রোসওয়েলে একটি দুর্ঘটনা
ঘটে। এই দুর্ঘটনাকে স্থানীয়রা UFO দুর্ঘটনা
বলে উল্লেখ করে থাকে। যদিও তৎকালীন আমেরিকান সরকার তা মানতে চাইনি। এই ঘটনাকে
স্মরণ করে ২০০১ সালে আনুষ্ঠানিক ভাবে UFO গবেষক
হাক্তান আকদোগান প্রথম বিশ্ব UFO দিবস
পালন করেন। এর পিছনে উদ্দেশ্য হল সব দেশ যেন UFO সম্পর্কে
তাদের তথ্য একে অপরের সাথে বিনিময় করে।
৩রা জুলাই :-
আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ বর্জন দিবস
৪ঠা জুলাই :-
মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস
১৭৭৬ সালের ৪ঠা জুলাই পেনসিলভেনিয়া প্রাদেশিক
আইনসভায় মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রটি গৃহীত হয়। এর মাধ্যমে
গ্রেট ব্রিটেনের সঙ্গে যুদ্ধরত ১৩ টি মার্কিন উপনিবেশ নিজেদের ব্রিটিশ শাসনের
বাইরে স্বাধীন ও সার্বভৌম হিসেবে ঘোষণা করে এবং মার্কিন যুক্তরাষ্ট্র নামে নতুন
রাষ্ট্র গঠন করে।
৬ই জুলাই :-
বিশ্ব জুনোসিস দিবস
জুনোসিস হল প্রাণী থেকে মানুষের মধ্যে
সংক্রামিত এক ধরনের রোগ। এমন অনেক রোগজীবাণু রয়েছে যা প্রাণী থেকে মানুষের মধ্যে
সংক্রামিত হয়। তারপরে, এটি
এক মানব দেহ থেকে অন্য মানব দেহে ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত, এটি মহামারী আকার ধারণ করে।
এর অন্যতম প্রকৃষ্ট উদাহরণ হল করোনাভাইরাস।
ফরাসি জীববিজ্ঞানী লুই পাস্তুর সফলভাবে ১৮৮৫
সালের ৬ই জুলাই একটি জুনোটিক রোগের বিরুদ্ধে প্রথম টিকা আবিষ্কার করেছিলেন।
সংক্রমণ নিয়ন্ত্রক হিসাবে, এই
কৃতিত্বের প্রতি সম্মান জানাতে বিশ্ব জুনোসেস দিবস উদযাপিত হয়।
৭ই জুলাই :-
বিশ্ব চকোলেট দিবস
তবে বিশ্বের বিভিন্ন দেশে আরও ১০ বার চকলেট
দিবস পালন করা হয়ে থাকে।
বিশ্বব্যাপী ক্ষমা দিবস
১৯৯৪ সালে খ্রিস্টীয় রাষ্ট্রদূতদের খ্রিস্টান
দূতাবাস (CECA) দ্বারা
সূচিত হয়েছিল বিশ্ব ক্ষমা দিবস। ক্ষমা দিবসের পিছনের ধারণাটি অতীতের অন্যায়ের
জন্য মাফ করা এবং ক্ষমা চাওয়ার কাজকে প্রচার করা। এটি ক্ষমার নিরাময় শক্তির একটি
অনুস্মারক হিসাবে কাজ করে এবং ব্যক্তিদের বিরক্তি, রাগ
ত্যাগ করতে উৎসাহিত করে। যদিও বর্তমান ধর্মনিরপেক্ষ বিশ্বে, ক্ষমার
অর্থ বিভিন্ন লোকের কাছে বিভিন্ন জিনিস।
বিশ্ব কিসোয়ালী ভাষা দিবস
১৯৫০-এর
দশকে জাতিসংঘের রেডিওতে কিসোয়ালি ভাষা ইউনিট প্রতিষ্ঠা করা হয় এবং আজ কিসোয়ালি
হচ্ছে জাতিসংঘের বিশ্ব যোগাযোগ অধিদপ্তরের মধ্যে একমাত্র আফ্রিকান ভাষা। জাতিসংঘের
সাধারণ পরিষদ, ২০১৭ সালের ১১ই সেপ্টেম্বর
একটি রেজোলিউশনের মাধ্যমে এই দিবসটি পালনের প্রস্তাব গ্রহণ করে।
১০ই জুলাই :-
জাতীয় মৎস্য চাষি দিবস
এই বার্ষিক অনুষ্ঠানটি ১৯৫৭ সালের ১০ই জুলাই
ওড়িশার আঙ্গুলে
অধ্যাপক ড. হীরালাল চৌধুরী এবং তাঁর সহকর্মী ড.
আলিকুন্হি পোনামাছকে সফলভাবে প্রজনন করাতে সক্ষম হয়েছিলেন। তাঁদের এই অবদানের জন্য
তাঁদের স্মরণে এই দিনটি উদযাপিত হয়। দিনটি জাতীয় মৎস্য উন্নয়ন বোর্ড (NFDB) প্রতিষ্ঠা দিবস হিসেবেও পালিত
হয়।
১১ই জুলাই :-
বিশ্ব জনসংখ্যা দিবস
১২ই জুলাই :-
বিশ্ব কাগজের ব্যাগ দিবস
আন্তর্জাতিক মালালা দিবস
তরুণ কর্মী মালালা ইউসুফজাইয়ের জন্মদিন
উপলক্ষে ১২ই জুলাই আন্তর্জাতিক মালালা দিবস পালিত হয়। ১২ই জুলাই ২০১৩ তারিখে, ১৬ বছর বয়সী পাকিস্তানি
কর্মী সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তরে একটি বক্তৃতা দেন। ১৭ বছর বয়সে, ইউসুফজাই ২০১৪
সালে নোবেল শান্তি পুরস্কারের সর্বকনিষ্ঠ প্রাপক ছিলেন।
১৫ই জুলাই :-
বিশ্ব যুব দক্ষতা দিবস
২০১৪ সালে, জাতিসংঘের সাধারণ পরিষদ, কর্মসংস্থানের জন্য তরুণদের
দক্ষতার সাথে সুসজ্জিত করার কৌশলগত গুরুত্ব উদযাপন করার জন্য ১৫ই জুলাইকে বিশ্ব
যুব দক্ষতা দিবস হিসাবে ঘোষণা করে।
জাতীয় প্লাস্টিক সার্জারি দিবস
জাতীয় প্লাস্টিক সার্জারি দিবসের ধারণাটি ২০১১
সালে অ্যাসোসিয়েশন অফ প্লাস্টিক সার্জনস অফ ইন্ডিয়ার সভাপতি ডঃ এস রাজা সাবাপাথি
প্রথম প্রবর্তন করেছিলেন। তিনি দিবসটি উদযাপনের ধারণাটি তৈরি করেছিলেন এবং ১৫ই জুলাইকে
উপযুক্ত তারিখ হিসাবে বেছে নিয়েছিলেন।
১৭ই জুলাই :-
আন্তর্জাতিক ন্যায়বিচারের জন্য বিশ্ব দিবস
আন্তর্জাতিক অপরাধ বিচারের উদীয়মান ব্যবস্থাকে
স্বীকৃতি দেওয়ার প্রচেষ্টার অংশ হিসাবে ১৭ই জুলাই সারা বিশ্বে আন্তর্জাতিক
ন্যায়বিচার দিবস পালিত হয়। ১৭ই জুলাই আন্তর্জাতিক অপরাধ আদালত গঠনের চুক্তি
গ্রহণের তারিখকে স্মরণ করে রাখার জন্য এদিনটিকে গ্রহণ করা হয়।
২০শে জুলাই :-
বিশ্ব দাবা দিবস
১৯২৪ সালের ২০শে জুলাই ফ্রান্সর রাজধানী
প্যারিস শহরে বিশ্ব দাবা সংস্থা গঠন করা হয়েছিল। এদিনের স্মৃতি হিসাবে প্রতি বছর
বিশ্বের বিভিন্ন দেশে বিশ্ব দাবা দিবস পালন করা হয়।
আন্তর্জাতিক চাঁদ দিবস
মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাপোলো ১১ অভিযানের
দ্বারা ২০শে জুলাই, ১৯৬৯
সালে চাঁদে প্রথম মানব অবতরণকে স্মরণ করে রাখার জন্য দিনটি নির্বাচন করা হয়েছিল।
৯ই ডিসেম্বর ২০২১ সালে, জাতিসংঘের
সাধারণ পরিষদে প্রতি বছর ২০শে জুলাই আন্তর্জাতিক চাঁদ দিবস হিসাবে পালিত হবে বলে
প্রস্তাব গৃহীত হয়।
বিশ্ব মস্তিষ্ক দিবস
বিশ্ব মস্তিষ্ক দিবস ২০১৪ সালে ওয়ার্ল্ড
ফেডারেশন অফ নিউরোলজি দ্বারা প্রতি বছর স্নায়বিক স্বাস্থ্যের একটি ভিন্ন বিষয়ে
জনসচেতনতা আনার উপায় হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। ওয়ার্ল্ড ফেডারেশন অফ নিউরোলজি প্রতিষ্ঠিত
হয় ১৯৫৭ সালের ২২ শে জুলাই, তাকে
স্মরণের জন্যই এই দিনটিকে বেছে নেওয়া হয়।
২৩শে
জুলাই :-
জাতীয় সম্প্রচার দিবস
১৯২৭ সালের এই দিনে দেশে প্রথম রেডিও
সম্প্রচারের স্মরণে প্রতি বছর ২৩শে জুলাই ভারতে জাতীয় সম্প্রচার দিবস পালিত হয়। ব্রিটিশ
ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি (BIBC)
বোম্বেতে ২৩শে জুলাই, ১৯২৭ সালে সালে রেডিও
সম্প্রচার পরিষেবা শুরু করে। যা
১৯৩৬ সালের ৮ই জুন, ভারতের
রাষ্ট্রীয় সম্প্রচার পরিষেবা অল ইন্ডিয়া রেডিওতে পরিণত হয়।
জাতীয় আয়কর দিবস
দেশে আয়করের বিধান প্রবর্তনের স্মরণে আয়কর
বিভাগ প্রতি বছর 24 জুলাইকে
আয়কর দিবস হিসাবে পালন করে। ১৮৬০ সালের ২৪ জুলাই স্যার জেমস উইলসন ভারতে প্রথমবার
আয়কর চালু করেন।
২৬শে জুলাই :-
কার্গিল বিজয় দিবস
১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে ভারত পাকিস্তানের
বিরুদ্ধে জয়লাভ করার সেই ঐতিহাসিক দিনটিকে চিহ্নিত করতে প্রতি বছর ২৬ জুলাই ভারতে
কার্গিল বিজয় দিবস উদযাপন করা হয়।
ম্যানগ্রোভ অরণ্য সংরক্ষণের আন্তর্জাতিক দিবস
বিশ্ব হেপাটাইটিস দিবস
বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস
২৯শে জুলাই :-
আন্তর্জাতিক বাঘ দিবস
সমগ্র বিশ্বে বাঘের সংরক্ষণের জন্য জনসচেতনতা
বৃদ্ধির উদ্দেশ্যে প্রতি বছর ২৯শে জুলাই এটি পালন করা হয়। ২০১০ সালে সেণ্ট
পিটার্সবার্গে অনুষ্ঠিত ব্যাঘ্র অভিবর্তনে এই দিবসের সূচনা হয়।
৩০শে জুলাই :-
আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস
৩১শে জুলাই :-
বিশ্ব বনরক্ষী দিবস
১৯৯২ সালের ৩১শে জুলাই আন্তর্জাতিক রেঞ্জার
ফেডারেশন (IRF) প্রতিষ্ঠিত
হয়েছিল।
দায়িত্ব পালনের সময় নিহত বা আহত রেঞ্জারদের
স্মরণে এবং বিশ্বের প্রাকৃতিক ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার্থে বনরক্ষীরা যে ভূমিকা
পালন করে তা উদযাপন করার জন্য ২০০৭ সাল থেকে আন্তর্জাতিক রেঞ্জার ফেডারেশন “বিশ্ব বনরক্ষী দিবস” পালন
করা শুরু করে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন